যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
বিজ্ঞানে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার একাধিক বিভাগে পিএইচডি-সুযোগ পাবেন পড়ুয়ারা। এই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সবিস্তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে। শুক্রবার থেকেই শুরু সেই প্রক্রিয়া।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ সায়েন্সের পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, ভূতত্ত্ববিদ্যা, ভূগোল, লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি এবং ইনস্ট্রুমেন্টেশন সায়েন্স বিভাগে-এ পিএইচডি-র সুযোগ পাবেন পড়ুয়ারা। বিভিন্ন বিভাগে কতসংখ্যক আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
সমস্ত বিভাগে আবেদন জানাতে পড়ুয়াদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্যান্য মাপকাঠি।
পিএইচডিতে ভর্তির জন্য পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা (রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে যাঁরা নেট/ সেট/ নেট/ গেট/ আইসিএমআর-নেট/ ডিবিটি-নেট/ আয়ুষ-নেট/ আইকার-নেট-সহ অন্যান্য জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ, তাঁদের যোগ্যতা যাচাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।
আগ্রহীদের এর জন্য প্রথমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ৫০০ টাকা আবেদনমূল্যের বিনিময়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর সেটি পূরণ করে অন্যান্য নথি সহযোগে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় সশরীরে বা ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। আগামী ১১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।