CBSE Date Sheet 2025

সিবিএসই-র দশম এবং দ্বাদশের কোন বিষয়ের পরীক্ষা কোন দিন? রইল পূর্ণাঙ্গ সূচি

দশম এবং দ্বাদশের পরীক্ষাগুলি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। বিভিন্ন বিষয়ের পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা বা দেড়টা পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৪:০৮
Share:

প্রতীকী চিত্র।

বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ২০২৫ সালের সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন)-এর দশম এবং দ্বাদশের পরীক্ষার সূচি। বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত সবিস্তার বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, পরের বছর ১৫ ফেব্রুয়ারি শুরু হবে দশম এবং দ্বাদশের পরীক্ষা। পরীক্ষা শুরু প্রায় ৮৬ দিন আগেই এ বার পরীক্ষার সূচি প্রকাশ করা হল বোর্ডের তরফে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি। চলবে ১৮ মার্চ পর্যন্ত। রইল পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি—

● ১৫ফেব্রুয়ারি, শনিবার— ইংরেজি (কমিউনিকেটিভ), ইংরেজি (ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার)।

Advertisement

● ১৭ ফেব্রুয়ারি— হিন্দুস্তানি মিউজ়িক, রাই, গুরুং, তামাং, শেরপা, এলিমেন্টস অফ বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, ফিজ়িক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার।

● ১৮ ফেব্রুয়ারি— সিকিওরিটি, অটোমোটিভ, ইন্ট্রোডাকশন টু ফিন্যান্সিয়াল মার্কেটস, ইন্ট্রোডাকশন টু টুরিজ়ম, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, ফুড প্রোডাকশন, ফ্রন্ট অফিস অপারেশন্স, ব্যাঙ্কিং অ্যান্ড ইনশিওরেন্স, মার্কেটিং অ্যান্ড সেলস, অ্যাপারেল, মাল্টিমিডিয়া, মাল্টি স্কিল ফাউন্ডেশন কোর্স, ডেটা সায়েন্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড হার্ডঅয়্যার, ফাউন্ডেশন স্কিলস ফর সায়েন্সেস, ডিজ়াইন থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন।

● ২০ ফেব্রুয়ারি— সায়েন্স।

● ২২ ফেব্রুয়ারি— ফরাসি, সংস্কৃত (কমিউনিকেটিভ), সংস্কৃত।

● ২৫ ফেব্রুয়ারি— সমাজবিজ্ঞান।

● ২৭ ফেব্রুয়ারি— উর্দু কোর্স-এ, বাংলা, তামিল, মরাঠি, গুজরাতি, মণিপুরি, উর্দু কোর্স-বি।

● ২৮ ফেব্রুয়ারি— হিন্দি কোর্স-এ, হিন্দি কোর্স-বি।

● ১ মার্চ—পেন্টিং।

● ৩ মার্চ- হেলথকেয়ার।

● ৫ মার্চ—এলিমেন্টস অফ বিজ়নেস, রিটেল।

● ৬ মার্চ— তিব্বতি, জার্মান, ন্যাশনাল ক্যাডেট কর্পস, ভোটি, তেলুগু (তেলঙ্গনা), বোড়ো, তাংখুল, জাপানি, ভুটিয়া, স্প্যানিশ, কাশ্মীরি, মিজ়ো, বাহায়া মালায়ু।

● ১০ মার্চ— ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড, ম্যাথমেটিক্স বেসিক।

● ১২ মার্চ— তেলুগু, আরবি, রুশ, ফারসি, নেপালি, লিম্বু, লেপচা, কার্নাটিক মিউজ়িক (ভোকাল, মেলোডিক ইন্সট্রুমেন্টস, পারকাশন ইন্সট্রুমেন্টস), হিন্দুস্তান মিউজ়িক, থাই।

● ১৩ মার্চ— হোম সায়েন্স।

● ১৭ মার্চ— পঞ্জাবি, সিন্ধি, অহমীয়া-সহ অন্যান্য ভাষা।

● ১৮ মার্চ— কম্পিউটার অ্যাপ্লিকেশন্স, ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

একই ভাবে দ্বাদশের পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। সমস্ত বিষয়ের পরীক্ষার শেষ দিন ৪ এপ্রিল। রইল বিস্তারিত সূচি—

● ১৫ ফেব্রুয়ারি— অন্ত্রপ্রেনিয়রশিপ।

● ১৭ ফেব্রুয়ারি— ফিজ়িক্যাল এডুকেশন।

● ১৮ ফেব্রুয়ারি— হিন্দুস্তানি মিউজ়িক, মাল্টিমিডিয়া, ডেটা সায়েন্স-সহ অন্যান্য বিষয়।

● ১৯ ফেব্রুয়ারি— ফুড প্রোডাকশন, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন-সহ অন্যান্য বিষয়।

● ২০ ফেব্রুয়ারি— টাইপোগ্রাফি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন।

● ২১ ফেব্রুয়ারি— ফিজ়িক্স।

● ২২ ফেব্রুয়ারি— বিজ়নেস স্টাডিজ়, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন।

● ২৪ ফেব্রুয়ারি— ভূগোল।

● ২৫ ফেব্রুয়ারি— ফরাসি, আর্টিফিশিয়াল সায়েন্স এবং অন্যান্য বিষয়।

● ২৭ ফেব্রুয়ারি— কেমিস্ট্রি।

● ২৮ ফেব্রুয়ারি— বিউটি অ্যান্ড ওয়েলনেস, ফিন্যান্সিয়াল মার্কেটস ম্যানেজমেন্ট।

● ১ মার্চ— নাচ, হর্টিকালচার, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং অন্যান্য বিষয়।

● ৩ মার্চ— লিগ্যাল স্টাডিজ়, রিটেল।

● ৪ মার্চ— ব্যাঙ্কিং, ন্যাশনাল ক্যাডেট কর্পস।

● ৫ মার্চ— এগ্রিকালচার, মার্কেটিং।

● ৬ মার্চ— ফ্যাশন স্টাডিজ়।

● ৭ মার্চ— মাস মিডিয়া স্টাডিজ়, ডিজাইন থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন।

● ৮ মার্চ— ম্যাথমেটিক্স, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স।

● ১০ মার্চ— টুরিজ়ম ও অন্যান্য বিষয়।

● ১১ মার্চ— ইংরেজি।

● ১২ মার্চ— যোগাসন।

● ১৩ মার্চ— ওয়েব অ্যাপ্লিকেশন।

● ১৫ মার্চ— হিন্দি।

● ১৭ মার্চ— উর্দু, সংস্কৃত এবং অন্যান্য বিষয়।

● ১৮ মার্চ— পেন্টিং, গ্রাফিক্স এবং অন্যান্য বিষয়।

● ১৯ মার্চ— অর্থনীতি।

● ২০ মার্চ— হিন্দুস্তানি মিউজ়িক, বায়োটেকনোলজি এবং অন্যান্য বিষয়।

● ২২ মার্চ— রাষ্ট্রবিজ্ঞান।

● ২৪ মার্চ— সংস্কৃত।

● ২৫ মার্চ— জীববিদ্যা।

● ২৬ মার্চ— অ্যাকাউন্টেন্সি।

● ২৭ মার্চ— সমাজবিদ্যা।

● ২৯ মার্চ— কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এবং অন্যান্য।

● ১ এপ্রিল— ইতিহাস।

● ২ এপ্রিল— বাংলা, পঞ্জাবি-সহ অন্যান্য বিষয়।

● ৩ এপ্রিল— হোম সায়েন্স।

● ৪ এপ্রিল— সাইকোলজি।

দশম এবং দ্বাদশের পরীক্ষাগুলি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। বিভিন্ন বিষয়ের পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা বা দেড়টা পর্যন্ত। উল্লেখ্য, গত বছরও ১৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছিল সিবিএসই-র দশম এবং দ্বাদশের পরীক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement