সিএনসিআই। সংগৃহীত ছবি।
কলকাতার নিউটাউন ক্যাম্পাসের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এ কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)। সম্প্রতি এই মর্মে বেসিল-এর ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, হাসপাতালের দু’টি বিভাগের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীদের। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সিএনসিআই-এ নিয়োগ হবে স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডায়েটিশিয়ান পদে। মোট শূন্যপদ দু’টি। স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডায়েটিশিয়ান পদে নিযুক্তদের যথাক্রমে স্টোমা কেয়ার এবং ডায়েটেটিক্স বিভাগে কাজের সুযোগ মিলবে। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের বয়ঃসীমার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ডায়েটেশিয়ান পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে ৩৫,০০০ টাকা এবং ২৪,০০০ টাকা।
স্টাফ নার্স পদে আবেদনের জন্য প্রার্থীদের নার্সিংয়ে বিএসসি/ এমএসসি-র পাশাপাশি স্টোমা কেয়ার ইউনিটে ন্যূনতম এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের জিএনম ডিগ্রির পাশাপাশি স্টোমা কেয়ার ইউনিটে দু’বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। যাঁদের স্টোমা কেয়ার ট্রেনিংয়ের শংসাপত্র বা স্টোমা কেয়ার ওয়ার্কশপে অংশগ্রহণের শংসাপত্র রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২৯৫ এবং ৫৯০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ৪ ডিসেম্বর। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বেসিল-এর ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।