CU Vice-Chancellor

অন্তর্বর্তী উপাচার্যকে নয়া পদ দিল সিন্ডিকেট, নয়া সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে

৩১ মে হোম সায়েন্স বিভাগ থেকে অবসর নিয়েছিলেন শান্তা। তার পর থেকে তিনি অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তাঁর এই পদে থাকা নিয়ে বিস্তর আপত্তি রয়েছে শাসক দলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৪:২৯
Share:

সংগৃহীত চিত্র।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তকে নতুন পদ দেওয়া হল। তাঁকে হোম সায়েন্স বিভাগে অনারারি অ্যাডজাঙ্কট প্রফেসর করার সিদ্ধান্ত নিল সিন্ডিকেট। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। তবে এই অনারারি পদ স্থায়ী ও পূর্ণ সময়ের নয়।

Advertisement

৩১ মে হোম সায়েন্স বিভাগ থেকে অবসর নিয়েছিলেন শান্তা। তার পর থেকে তিনি অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তাঁর এই পদে থাকা নিয়ে বিস্তর আপত্তি রয়েছে শাসক দলের। ফলে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে অন্তর্বর্তী উপাচার্যকে। শুধু শান্তা নন, বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অবসর নিতে যাওয়া অধ্যাপিকা মৈত্রী দাশগুপ্তকেও অনারারি অ্যাডজাঙ্কট প্রফেসর করা হবে বলে সিন্ডিকেটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

ইতিমধ্যেই উপাচার্য নিয়োগের প্রক্রিয়ার প্রথম পর্যায় সম্পূর্ণ হয়েছে। সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হওয়ার জন্য নাম নথিভুক্ত করেছিলেন শান্তা। কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাকা হয়নি তাঁকে। অর্থাৎ স্থায়ী উপাচার্য হওয়ার পরে অস্থায়ী উপাচার্য পদে আর দায়িত্বে থাকতে পারবেন না শান্তা। ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পদে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement