২০১১ সালে মমতার ক্ষমতায় আসার নির্বাচনে তৃণমূলের জোট ছিল কংগ্রেসের সঙ্গে। সেই সময়ে প্রধান বিরোধী দল ছিল বামেরা। আবার সেই কংগ্রেসই ২০১৬ সালে বামেদের সঙ্গে জোট করেছিল। সেই জোটের ফলে প্রধান বিরোধী দল হিসাবে উত্থান হয়েছিল কংগ্রেসের। তার পর সেই পরিসর নিয়ে নিয়েছে বিজেপি।
জয়সওয়াল আরও এক বার স্পষ্ট করে দেন যে, ১০ মে পাকিস্তানের ডিজিএমওই যুদ্ধবিরতির অনুরোধ করে যোগাযোগ করেছিলেন। তার পরেই যুদ্ধবিরতির ডাক দেয় ভারত। এই নিয়ে পাকিস্তানের দাবি নস্যাৎ করেছেন তিনি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা আশাবাদী, দ্রুত বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। গণতন্ত্র ফিরে আসবে।’’
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সংলগ্ন নূর খান বায়ুসেনাঘাঁটিতে হামলা চালিয়ে তা একরকম গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বিমানবাহিনী। সেখানে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তেই প্রাণ বাঁচাতে তড়িঘড়ি সংঘর্ষবিরতি চেয়ে নয়াদিল্লির ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্সকে ফোন করেন পাক ফৌজের পদস্থ অফিসার। জানিয়েছেন বিদেশসচিব বিক্রম মিস্রী।
নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজ়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরম্যান্স হতাশ করেছে ক্রিকেটপ্রেমীদের। দু’-একটি ভাল ইনিংস খেললেও প্রত্যাশা পূরণ করতে পারেননি কেউ।
বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। সম্প্রতি পাকিস্তানি ভাইবোনেদের উদ্দেশে একটি পোস্ট করেছিলেন রণবীর। কিন্তু তার পরেই সেই পোস্ট মুছে দেন।
টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও অনুরাগীদের একাংশের ধারণা, এখনও বিরাট কোহলির ফিটনেস প্রশংসনীয়। ফিট থাকতে কঠোর পরিশ্রম করেন তিনি।
গত রবিবার থেকে যে অতিপ্রতীক্ষিত সংঘর্ষ-বিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান, প্রথম দিকে তাতে কিছু ছেদ পড়লেও শেষ পর্যন্ত ‘বিরতি’টি স্থায়ী হবে। দুই পক্ষই বুঝবে, পারস্পরিক সংঘর্ষে বিরাম থেকে অবসানের দিকে গেলেই তাদের, এবং এই উপমহাদেশের সমস্ত মানুষের মঙ্গল।
ভারতে ২০১৩ সালে পাশ হওয়া আইনে নির্দিষ্ট ভাবে বলা হয়েছিল ম্যানহোল, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার, মলমূত্র বয়ে নিয়ে যাওয়ার মতো কাজ কোনও মানুষকে দিয়ে করানো যাবে না।
প্রথমত, পশ্চিমবঙ্গে জাতপাত নেই বলে সাধারণ ভাবে যে ধারণা রয়েছে, তা কতটা ঠিক? দ্বিতীয়ত, দলিতদের এই পদক্ষেপ কি রাজ্য জুড়ে দলিত রাজনৈতিক চেতনার উন্মেষকেই প্রতিফলিত করছে?
ঘূর্ণিঝড়, বন্যা, নদীর ভাঙন বা গতিপথ পরিবর্তন গ্রামজীবনকে প্রভাবিত করে। একের পর এক গ্রাম হারিয়ে যায়, নদীর বুকে জেগে ওঠে চর। জোয়ারের জলে চর ভরে যায়, জেগে ওঠে সুন্দরী কেওড়া গরানের জঙ্গল।
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy