আইআইইএসটি, শিবপুর। সংগৃহীত ছবি।
একটি গবেষণাধর্মী কাজে কর্মী নিয়োগ করা হবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-তে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে জানানো হয়েছে, প্রকল্পে অর্থ সহায়তা করবে একটি কেন্দ্রীয় সংস্থা। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ওই প্রকল্পের কাজ হবে। যার নাম— ‘পারফরম্যান্স ইভ্যালুয়েশন অফ সেল ফিল্ড কংক্রিট, রোলার কম্প্যাক্টেড সিমেন্ট কংক্রিট অ্যান্ড প্যানেলড কংক্রিট রোডস’। প্রকল্পটি ন্যাশনাল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সি (এনআরআইডিএ)-র অর্থপুষ্ট।
স্বল্পমেয়াদী এই প্রকল্পে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস।
সংশ্লিষ্ট প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য পাঁচ বছর ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তিকে মাসে ৩০ হাজার টাকা সাম্মানিক ছাড়াও বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ২৭ শতাংশ ভাতা দেওয়া হবে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমই বা এমটেক ডিগ্রি এবং পেভমেন্ট কালেকশন ডেটা সংগ্রহ সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত দু’টি মেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৮ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিন।