প্রতীকী ছবি।
সারা ভারত জুড়ে একাদশ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস (এমওওসিএস) চালু করা হয়েছে, যার মাধ্যমে পড়ুয়ারা অনলাইনে পড়াশোনা করার সুযোগ পাবেন। একাদশ থেকে দ্বাদশ শ্রেণির বাছাই করা ১১টি বিষয় নিয়ে মোট ২৮টি অনলাইন কোর্স সাজানো হয়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিস্তারিত তথ্য রইল।
কোন কোন বিষয় পড়ানো হবে?
একাদশ থেকে দ্বাদশ শ্রেণির মোট ১১ টি বিষয় পড়ানো হবে, যার মধ্যে রয়েছে হিসাবশাস্ত্র, বিজ়নেস স্টাডিজ়, জীববিদ্যা, রসায়ন, অর্থনীতি, ভূগোল, অঙ্ক, পদার্থবিদ্যা, মনোবিজ্ঞান, ইংরেজি এবং সমাজবিদ্যা।
কী ভাবে পড়ানো হবে?
স্টাডি ওয়েবস অফ অ্যাকটিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপায়ারিং মাইন্ডস (স্বয়ম) পোর্টালের মাধ্যমে অনলাইন ক্লাস করানো হবে।
কী ভাবে নাম নথিভুক্ত করতে হবে?
স্বয়ম পোর্টালে গিয়ে পড়ুয়াদের কোর্স লিঙ্কে যেতে হবে। সেই লিঙ্কে প্রবেশ করে ক্লাসের জন্য নাম নথিভুক্ত করতে হবে।
কত দিন ক্লাস করানো হবে?
২০ এপ্রিল, ২০২৩ থেকে ক্লাস শুরু হয়েছে। চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।
অন্যান্য শর্তাবলি:
এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে দেশের যে কোনও প্রান্তে থাকা একাদশ থেকে দ্বাদশের পড়ুয়ারা করতে পারবেন। নাম নথিভুক্ত এবং ক্লাস করার জন্য অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে। কোর্স শেষে একটি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার শেষে অংশগ্রহণকারীরা শংসাপত্র পাবেন।
৩০ অগস্ট, ২০২৩ পর্যন্ত পড়ুয়ারা ক্লাসের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। আরও জানতে হলে স্বয়ম পোর্টালে যেতে হবে।