প্রতীকী ছবি।
কৃত্রিম মেধার জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বিষয়টিকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সেই বিষয়টিকে কেন্দ্র করে নবম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের অনলাইনে বুটক্যাম্প করানো হবে। সিবিএসই বোর্ডের অধীনস্থ স্কুলের পড়ুয়ারা বিনামূল্যে ক্লাস করার সুযোগ পাবে।
কী ভাবে অংশগ্রহণ করা যাবে?
সিবিএসই অ্যাকাডেমিক-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুটক্যাম্প-এর বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে গিয়ে মাস ভিত্তিক ক্লাসের রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে পড়ুয়ারা আবেদন করতে পারবে।
কোন কোন দিন প্রশিক্ষণ দেওয়া হবে?
বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত ব্যাচ ভিত্তিক ক্লাস করানো হবে। প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়েছে ১৩ জুলাই থেকে ২৮ জুলাই। দ্বিতীয় ব্যাচের ক্লাস করানো হবে ৭ অগস্ট থেকে ২৩ অগস্ট, ২০২৩ পর্যন্ত।
নাম নথিভুক্তকরণের শর্তাবলি:
অনলাইনে ৬ জুলাই থেকে পড়ুয়ারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সিবিএসই অ্যাকাডেমিক-এর ওয়েবসাইট দেখে নিতে হবে।