নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার। ছবি: সংগৃহীত
আধুনিক প্রযুক্তির সাহায্যে কৃষি ক্ষেত্রে গবেষণা কিংবা কাজ করার ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের মহাকাশ বিভাগের তরফে চালু করা হয়েছে একটি বিশেষ পাঠক্রম, যার মাধ্যমে কৃষিক্ষেত্রে ভৌগোলিক তথ্য এবং রিমোট সেন্সিং-এর প্রযুক্তি কী ভাবে ব্যবহার করা যেতে পারে, সেই সমস্ত বিষয় শেখানো হবে প্রার্থীদের। সম্প্রতি এই মর্মে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি।
কারা আবেদন করতে পারবেন?
কেন্দ্র এবং রাজ্যস্তরের বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থার শিক্ষার্থী, গবেষক, শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী এবং পেশাদার কৃষকদের জন্য পাঠক্রমটি সাজানো হয়েছে।
কোথায় পড়ানো হবে?
এই পাঠক্রমটি নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার-এ পড়ানো হবে। সেখানেই হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ মিলবে।
কী ভাবে আবেদন করা যাবে?
নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রার্থীদের আবেদন পেশ করতে হবে। আবেদন করার জন্য আলাদা করে কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না।
কী কী বিষয় শেখানো হবে?
এই কোর্সটির ক্লাস শুরু হবে ২১ অগস্ট, ২০২৩ থেকে। চলবে ১ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত। কোর্সের ফি বাবদ দিতে হবে নয় হাজার ৫০০ টাকা। কোর্সে ভর্তি হওয়ার আবেদনের শেষ দিন ১ অগস্ট, ২০২৩। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে ১৮ অগস্ট, ২০২৩। আবেদন এবং ভর্তি কিংবা কোর্স সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানার জন্য ওয়েবসাইট দেখে নিতে পারেন আগ্রহী প্রার্থীরা।