West Bengal Council of Higher Secondary Education

মাধ্যমিকে না থাকলেও উচ্চ মাধ্যমিকে বৃত্তিশিক্ষার বিষয় নিয়ে পড়ার সুযোগ

২০২৩ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে এই ব্যবস্থা কার্যকর করা হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৫:৫৯
Share:

উচ্চ মাধ্যমিকে বৃত্তিশিক্ষার বিষয়। প্রতীকী ছবি।

মাধ্যমিকে বৃত্তিশিক্ষার কোন বিষয় না থাকলেও উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীরা পড়তে পারবেন ভোকেশনাল বা বৃত্তিশিক্ষার বিষয় নিয়ে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সচিব তাপস মুখোপাধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছেন। ২০২৩ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে এই ব্যবস্থা কার্যকর করা হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি

এত দিন মাধ্যমিক স্তরে ভোকেশনাল বা বৃত্তিশিক্ষার বিষয় থাকলেই শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিশিক্ষার বিষয় নিয়ে পড়ার সুযোগ পেতেন। তবে, এ বার মাধ্যমিক স্তরে না থাকলেও শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক স্তরে ভোকেশনাল বা বৃত্তিশিক্ষার বিষয় নিয়ে পড়তে পারবেন। সাধারণত যে বিষয়গুলি ভোকেশনাল বা বৃত্তিশিক্ষার অভ্যন্তরে যুক্ত হতে চলেছে, সেগুলি হল: স্বাস্থ্যসেবা, অটোমোবাইল, অরগানাইজড রিটেলিং, সিক্রুরিটি, আইটি অ্যান্ডআইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং,কনস্ট্রাকশন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার অ্যান্ড পাওয়ার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement