Post Graduate courses

বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখার প্রশিক্ষণ, স্বল্প সময়ের কোর্স করবেন কোথায়?

মেডিক্যাল এবং নন-মেডিক্যাল— উভয় শাখায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা কোর্স করার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৫:১৭
Share:

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, কলকাতা। ছবি: সংগৃহীত।

নিখরচায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লেখার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এই প্রশিক্ষণ দেওয়া হবে। মোট তিন দিনের এই কোর্সের মাধ্যমে প্রার্থীরা বিশেষজ্ঞদের কাছে ক্লাস করার সুযোগ পাবেন।

Advertisement

‘শর্ট কোর্স অন সায়েন্টিফিক রাইটিং’ শীর্ষক এই কোর্সটি মেডিক্যাল এবং নন-মেডিক্যাল শাখায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে যাঁরা পিআর রিভিউড সায়েন্টিফিক জার্নালে লেখা ছাপাতে চান, তাঁদের জন্যই প্রশিক্ষণ। তবে, যাঁরা নার্সিং, আয়ুষ শাখার কোনও বিষয়ে রিসার্চ পেপার লিখতে চান, তাঁরাও এই প্রশিক্ষণ নিতে পারবেন।

কোর্সের ক্লাস শুরু ১৯ ফেব্রুয়ারি, চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। কোর্স করার জন্য আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস করা হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নিরিখে সংশ্লিষ্ট কোর্সের জন্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

Advertisement

ইমেল মারফত আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হস্টেলে আবাসিক হিসাবে থাকার জন্য সীমিত আসন রয়েছে। তার জন্য আলাদা করে ফি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে একটি ফর্ম পূরণ করে তা অনলাইনে অন্যান্য নথির সঙ্গে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩ ফেব্রুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement