দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। ছবি: সংগৃহীত।
দার্জিলিং গভর্নমেন্ট কলেজে রয়েছে স্নাতকোত্তরের সুযোগ। মোট চারটি বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলেজের ওয়েবসাইটে।
নেপালি, ইংরেজিতে এমএ (মাস্টার অফ আর্টস) এবং বোটানি ও জুলজিতে এমএসসি (মাস্টার অফ সায়েন্স) পড়ার সুযোগ রয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য শুরু হবে আবেদন প্রক্রিয়া। বোটানি এবং জুলজি বিষয়ে প্রথম সিমেস্টারে প্রয়োজন ১৫২০ টাকা জমা দেওয়ার। নেপালি এবং ইংরেজিতে ১২৫৫ টাকা জমা দিতে হবে। এ ছাড়াও রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা জমা দিতে হবে উভয় বিষয়ের ক্ষেত্রে। ২০২২, ২০২৩ এবং ২০২৪ বর্ষে যে সমস্ত শিক্ষার্থী স্নাতক উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে কলেজের ওয়েবসাইটটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২০ সেপ্টেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে। ২০ এবং ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তির টাকা জমা দেওয়া যাবে। ১১ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইটটি দেখতে পারেন।