—প্রতিনিধিত্বমূলক ছবি।
রাতের অন্ধকারে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক অনুপ্রবেশকারী। নজরে আসতেই তাঁকে সীমান্তের ও পারে যাওয়ার নির্দেশ দেয় বিএসএফের টহলদারি দল। তবে জেদ ধরে এগোনোর চেষ্টা করতেই গুলি চালায় তারা। তাতেই মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারীর।
মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের গঙ্গানগর জেলার ভারত-পাক সীমান্তে। কেসরীসিংহপুর থানার এসএইচও জিতেন্দ্র কুমার জানান, ওই ব্যক্তি সীমান্তের কাঁটাতার পেরিয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিএসএফ কর্মীরা তাঁকে দেখতে পেয়ে প্রথমে সতর্ক করেন। তাঁকে ফিরে যেতে বলেন। কিন্তু তিনি এগিয়ে আসার চেষ্টা করতেই গুলি চালান বিএসএফ কর্মীরা।
জিতেন্দ্র জানান, নিহত ব্যক্তির কাছ থেকে পরিচয়পত্র, কিছু পাকিস্তানি মুদ্রা এবং সিগারেট-সহ অন্যান্য জিনিস পাওয়া গিয়েছে। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির পরিচয় জানানো হয়নি। কেসরীসিংহপুর থানার এসএইচও বলেন, ‘‘অনুপ্রবেশের জন্য পাসপোর্ট আইন এবং বিদেশি আইনের আওতায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এর আগে, মার্চ মাসে এই গঙ্গানগর এলাকাতেই একই ভাবে অনুপ্রবেশের চেষ্টা করায় এক ব্যক্তির মৃত্যু হয় বিএসএফের গুলিতে।