CSIR CGCRI Admission 2025

যাদবপুরের সিজিসিআরআই-এ ডুয়াল ডিগ্রি পিএইচডিতে ভর্তির সুযোগ, আবেদনের শেষ দিন কবে?

প্রোগ্রামে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৮:২৮
Share:
CSIR-CGCRI

সিএসআইআর-সিজিসিআরআই। সংগৃহীত ছবি।

যাদবপুরের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ডুয়াল ডিগ্রি প্রোগ্রামে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে। এর জন্য তাঁদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানে কেন্দ্রের অ্যাকাডেমি অফ সায়েন্টিফিক অ্যান্ড ইনোভেটিভ রিসার্চ (এসিএসআইআর)-এর ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি পিএইচডি প্রোগ্রাম (এমটেক-পিএইচডি)-এ পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। চলতি বছরের অগস্ট সেশন-এর জন্য ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে।

ডুয়াল ডিগ্রি প্রোগ্রামটিতে যে পদে গবেষণার সুযোগ মিলবে, সেটি হল জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ-গেট)। মোট আসনসংখ্যা পাঁচ। প্রোগ্রামটির মেয়াদ পাঁচ বছর। এই সময়ে তাঁদের ফেলোশিপ বাবদ মাসে ৩৭,০০০ টাকা ছাড়াও বাড়িভাড়া বাদ ভাতাও দেওয়া হবে।

Advertisement

প্রোগ্রামে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের সেরামিক/ গ্লাস/ মেটালার্জিক্যাল/ মেটিরিয়্যালস/ কেমিক্যাল/ মেকানিক্যাল/ ন্যানোটেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন/ অপ্টোইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক/ বিই ডিগ্রি এবং বিষয়গুলিতে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এ যথাযথ নম্বর থাকা জরুরি। যাঁরা বায়োটেকনোলজিতে বিটেক উত্তীর্ণ এবং গেট-এ এই বিষয়ে ন্যূনতম ৮৫ পার্সেন্টাইল পেয়েছেন, তাঁরাও এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তবে এ ছাড়াও রয়েছে কিছু শর্ত, যা মূল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

আগ্রহীদের এর জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। এর পর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটেও আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত মেল আইডিতে পাঠাতে হবে। আগামী ২৬ এপ্রিল আবেদনের শেষ দিন। কোরসে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement