সিএসআইআর-সিজিসিআরআই। সংগৃহীত ছবি।
যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠানে গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রকল্পটি কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থার অর্থপুষ্ট। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের যে প্রকল্পের জন্য এই নিয়োগ, সেটির নাম— ‘স্পেশালিটি ফাইবার অ্যান্ড রিলেটেড কম্পোনেন্টস ফর ২.০ কিডব্লিউ ফাইবার লেসার সিস্টেম’। প্রকল্পটি কেন্দ্রের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র অর্থপুষ্ট।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১ পদে। শূন্যপদ রয়েছে দু’টি। সংশ্লিষ্ট পদগুলিতে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে তিন বছর।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য পাঁচ বছরের ছাড় থাকবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা বা ৩১,০০০ টাকা। এ ছাড়া মিলবে বাড়িভাড়া বাবদ ভাতাও।
আবেদনকারীদের ফিজ়িক্স/ অ্যাপ্লায়েড ফিজ়িক্স/ ফোটোনিক্স বা সেই সম্পর্কিত বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ৩০ এপ্রিল। এর পর সংশ্লিষ্ট পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ ২ মে সকাল সাড়ে ১১টা থেকে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।