ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পাত্রে জল নিয়ে সেখানে দু’টি জ্যান্ত বড় মাছ রেখেছিলেন এক ব্যক্তি। সে দিকে নজর পড়ল এক পাখির। উড়ে এসে সঙ্গে সঙ্গে পাত্র থেকে তুলে পর পর দু’টি মাছই গলাদ্ধকরণ করল সে। মাছ গিলে ফেলার পর তার গলার দৈর্ঘ্যও গেল বেড়ে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি পাত্র থেকে দু’টি মাছ তুলে গিলে ফেলল একটি পাখি। সেটি গ্যানেট নামের এক জাতীয় সামুদ্রিক পাখি। পাত্রে ঘোরাফেরা করছিল দু’টি জ্যান্ত মাছ। প্রথম মাছটি নিয়ে গিলে ফেলল পাখিটি। সেই মাছটি লম্বা হয়ে তার গলায় আটকে রইল। তার ফলে পাখিটির গলাও গেল লম্বা হয়ে।
বন্ধুর এমন দশা হয়েছে দেখে পাত্রের ভিতর ছটফট করতে লাগল অন্য একটি মাছ। সেই মাছটিকেও তুলে ফেলল গ্যানেটটি। কিছুটা সবুর করে তার পর দ্বিতীয় মাছটিকে গিলে ফেলল সে। দু’টি মাছ গিলে ফেলে একেবারে আইঢাই অবস্থা গ্যানেটটির। তার গলা ফুলে ঢোল হয়ে গেল। তবে এত বড় বড় দু’খানা মাছ খেয়ে বেজায় খুশি সে।