Mumbai Cricket

অধিনায়ক রাহানের কিটব্যাগে লাথি, বিবাদ চরমে! যশস্বীর মুম্বই ছাড়ার কারণ প্রকাশ্যে

যশস্বী নাকি এই বছর রঞ্জি ট্রফির ম্যাচে রাহানের কিটব্যাগে লাথিও মেরেছিলেন রেগে গিয়ে। রাহানের সঙ্গে এই সম্পর্কের কারণেই মুম্বই ছেড়ে গোয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১১:৫৮
Share:
Ajinkya Rahane and Yashasvi Jaiswal

(বাঁ দিকে) অজিঙ্ক রাহানে। যশস্বী জয়সওয়াল (ডান দিকে)। —ফাইল চিত্র।

যশস্বী জয়সওয়ালের হঠাৎ মুম্বই ছেড়ে গোয়া চলে যাওয়ার নেপথ্যে অজিঙ্ক রাহানে! দুই মুম্বইকরের মধ্যে সম্পর্ক যে ভাল নয় তা আগেও দেখা গিয়েছিল। অভদ্র ব্যবহারের কারণে যশস্বীকে দলীপ ট্রফির একটি ম্যাচে মাঠ থেকে বার করে দিয়েছিলেন রাহানে। যশস্বী নাকি এই বছর রঞ্জি ট্রফির ম্যাচে রাহানের কিটব্যাগে লাথিও মেরেছিলেন রেগে গিয়ে। রাহানের সঙ্গে এই সম্পর্কের কারণেই মুম্বই ছেড়ে গোয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী। একটি ইংরেজি ওয়েবসাইটের খবর সে রকমই।

Advertisement

এই বছর রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে মুম্বই বনাম জম্মু-কাশ্মীর ম্যাচের সময় রাহানের কিটব্যাগে যশস্বী লাথি মেরেছিলেন বলে জানা গিয়েছে। তরুণ বাঁহাতি ওপেনারের অভিযোগ, জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জিতে হারের জন্য যশস্বীকে দায়ী করেছিলেন অধিনায়ক রাহানে এবং কোচ ওমকার সালভি। সেই ম্যাচে যশস্বী প্রথম ইনিংসে করেন ৪ রান। দ্বিতীয় ইনিংসে ২৬। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১২০ রানে শেষ হয়ে গিয়েছিল মুম্বই। দ্বিতীয় ইনিংসেও ২৯০ রানের বেশি করতে পারেনি। সকলকে চমকে দিয়ে পাঁচ উইকেটে হেরে যায় তারা।

সূত্রের খবর, ম্যাচে শেষে রাহানে এবং সালভি প্রশ্ন তুলেছিলেন যশস্বীর দায়বদ্ধতা নিয়ে, যা শুনে রেগে যান তরুণ ওপেনার। সেই সঙ্গে মুম্বইয়ের প্রধান নির্বাচক সঞ্জয় পাটিলের বক্তব্য শুনে যশস্বীর মনে হয়, তাঁকে ইচ্ছাকৃত ভাবে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে। পাটিল বলেছিলেন, “জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে হার নিয়ে হতাশ। এটা মুম্বইয়ের ইতিহাসে সবচেয়ে লজ্জার হার। ভারতীয় দলের খেলোয়াড়দের দলে নিতে গিয়ে মুম্বইয়ের প্রতিভাবান ক্রিকেটারদের বাদ দিতে হয়েছে। মুম্বইয়ের এমন ক্রিকেটার প্রয়োজন, যারা ম্যাচ জেতাতে পারে। সেটা এই ম্যাচে ছিল না। ভারতীয় দলের খেলোয়াড়দের বোঝা উচিত তারা শুধু এই ম্যাচ খেলতে হয় বলে খেলতে আসেনি। মুম্বই সব সময় মাঠে নিজেদের ১০০ শতাংশ দেয়। এটাই মুম্বইয়ের সংস্কৃতি।”

Advertisement

যশস্বীর মুম্বই ছাড়ার নেপথ্যে এই ম্যাচ রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০২২ সালের দলীপ ট্রফির ম্যাচে যশস্বীকে মাঠ থেকে বার করে দিয়েছিলেন রাহানে। সেই ম্যাচে বিপক্ষের ক্রিকেটার রবি তেজাকে কটূক্তি করেছিলেন যশস্বী, যা পছন্দ হয়নি রাহানের। সেই কারণেই তিনি যশস্বীকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। নিজের দলের ক্রিকেটারকে এই ভাবে মাঠ থেকে বার করে দেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। রাহানের সঙ্গে তার পর থেকেই যশস্বীর সম্পর্ক খারাপ হয় বলে জানা গিয়েছে।

গোয়ায় খেলতে চাওয়ার কারণ হিসাবে যশস্বী বলেন, “আমাকে নতুন একটা সুযোগ দেওয়া হয়েছে। গোয়া আমাকে অধিনায়ক করতে চেয়েছে। আমার প্রথম লক্ষ্য ভারতের হয়ে ভাল খেলা। যখন দেশের খেলা থাকবে না, তখন আমি গোয়ার হয়ে খেলব। প্রতিযোগিতায় অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। একটা সুযোগ পেয়েছি আমি। মুম্বই ছাড়ার সিদ্ধান্ত কঠিন ছিল। আমি যা হতে পেরেছি, তা মুম্বইয়ের জন্যই। এই শহর আমাকে যশস্বী বানিয়েছে।”

যশস্বী এবং রাহানে এখন আইপিএল খেলতে ব্যস্ত। কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন রাহানে। যশস্বী খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। ২৬ মার্চ গুয়াহাটিতে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে রাজস্থানকে হারিয়ে দেয় কলকাতা। ইডেনে এই দুই দল খেলবে ৪ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement