ক্ল্যাট। প্রতীকী ছবি।
আগামী ৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে ক্ল্যাট (কমন ল অ্যাডমিশন টেস্ট) ২০২৩-এর অ্যাডমিট কার্ড। দ্যা কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ় (এনএলইউএস)- এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি। যে সমস্ত শিক্ষার্থী ক্ল্যাট ২০২৩- এর জন্য আবেদন করেছিলেন, তাঁরা https://consortiumofnlus.ac.in/clat-2023/ এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
এক নজরে দেখে নিন কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড
অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পর, শিক্ষার্থীরা জাতীয় স্তরের প্রায় ২২টি আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পছন্দ নির্বাচন করার অনুমতি পেয়ে যাবেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য https://consortiumofnlus.ac.in/ এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা।