IIBF

কলকাতায় আইআইবিএফ-এ চুক্তিভিত্তিক একাধিক পদে নিয়োগ করা হবে

আবেদনের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। তবে, আইআইবিএফ এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৪ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ১৫:২১
Share:

আইআইবিএফ। প্রতীকী ছবি।

আইআইবিএফ (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং ফিন্যান্স)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭ নভেম্বর ২০২২ তারিখে আইআইবিএফ-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল বিজ্ঞপ্তি। আবেদনের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। তবে, আইআইবিএফ এর অফিশিয়াল ওয়েবসাইটে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৪ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত করা হয়েছে। এক নজরে দেখে নিন বিস্তারিত।

Advertisement

ফ্যাকাল্টি সদস্য পদে কর্মী নিয়োগ করা হবে। https://iibf.org.in/recruitment_details.asp?recruitment=Faculty%20Member%20on%20Contract%20basis এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন এই লিঙ্ক থেকে।

ডেপুটি ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। https://iibf.org.in/recruitment_details.asp?recruitment=Deputy%20Director%20(Accounts) এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন এই লিঙ্ক থেকে।

Advertisement

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ইনফরমেশন টেকনোলজি) পদে কর্মী নিয়োগ করা হবে। https://iibf.org.in/recruitment_details.asp?recruitment=Assistant%20Director%20(Information%20Technology) এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন এই লিঙ্ক থেকে।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাকাডেমিক্স) পদে কর্মী নিয়োগ করা হবে। https://iibf.org.in/recruitment_details.asp?recruitment=Assistant%20Director%20(Academics) এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন এই লিঙ্ক থেকে।

জুনিয়র এগজিকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। https://iibf.org.in/recruitment_details.asp?recruitment=Junior%20Executive এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন এই লিঙ্ক থেকে।

প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বেতন, শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য আবেদনকারী https://iibf.org.in/ ওয়েবসাইটের এই লিঙ্ক থেকে জানতে পারবেন। নির্দিষ্ট পদের লিঙ্ক থেকে সরাসরি আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement