মুর্শিদাবাদে চক্রান্ত করে অশান্তি করা হয়েছিল। নেপথ্যে আছেন দু’-তিন জন। এ বিষয়ে খবরাখবর নিচ্ছেন বলে জানিয়েছেন মমতা। শীঘ্রই সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনবেন।
রাজ্যে নাবালিকাদের উপর নির্যাতনের তথ্য তৈরির সময় দেখা গিয়েছে, মোট ৭২ জন নির্যাতিতা ধর্ষণের পরে মা হয়েছে। তারা যাতে সন্তানকে নিয়ে ভাল ভাবে বাঁচতে পারে, সেই ব্যবস্থা করবে রাজ্য সরকার।
ভারতকে যুদ্ধের হুমকি দেওয়া পাকিস্তানের সেনাবাহিনী মারাত্মক ভাবে ভুগছে হাতিয়ার এবং গোলাবারুদের সঙ্কটে। সূত্রের খবর, পুরোদস্তুর যুদ্ধ হলে মাত্র চার দিন লড়াই চালাতে পারবে ইসলামাবাদ।
নিজেকে তিনি ‘ব্যাটের চিকিৎসক’ বলতেই ভালবাসেন। ব্যাট নিয়ে সমস্যায় পড়লে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনেরা তাঁর কাছেই ছুটে আসেন। সেই অজিত কুমার শর্মা জানালেন, ভবিষ্যতে রাজনীতিতে আসারও ইচ্ছা হয়েছে তাঁর।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার পরের দিনই অমিতাভ একটি সংখ্যা পোস্ট করেছিলেন। তা নিয়ে সমাজমাধ্যমে আলোচনাও হয় বিস্তর।
৫ মে মেট গালার লাল গালিচায় বলিউডের প্রতিনিধি হিসেবে থাকছেন শাহরুখ খান, দিলজিৎ দোসাঞ্জ। তাঁদের সঙ্গেই থাকবেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।
গণতন্ত্রের অন্য দু’টি স্তম্ভের প্রতি মানুষের বিশ্বাস ক্রমে তলানিতে এসে ঠেকেছে— বিচার বিভাগের প্রতি বিশ্বাসটিও নষ্ট হলে দেশ চলবে কিসের ভরসায়, উপরাষ্ট্রপতি সম্ভবত সে প্রশ্নের উত্তর নিয়ে ভাবিত নন।
৩ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন— তীব্র গরমের কারণে ৩০ এপ্রিল থেকে স্কুলে ছুটি শুরু হবে। শেষের দিনটি ঘোষণার কথা ছিল শিক্ষা দফতরের, ‘আবহাওয়ার গতিপ্রকৃতি’ দেখে।
লেখাপড়ার তবে কী হবে? যেমন শিক্ষাগত সব বিতণ্ডায়, তেমনই শিক্ষক নিয়োগের কুনাট্যেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর কথা কখনও শোনা যায় না, শোনা হয় না। তারা হল পড়ুয়ার দল।
আইন লঙ্ঘন না করে পর্ন দেখা নিষ্ঠুরতা বলে গণ্য হতে পারে না, বিবাহবিচ্ছেদের কারণ তো হতেই পারে না। ব্যক্তি পরিসরের অধিকার মৌলিক অধিকার। নারীর যৌন স্বাধিকার এবং ব্যক্তিগত পরিসরের অধিকার, দুটোই এখানে গুরুত্বপূর্ণ।
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy