সিএনসিআই। ছবি: সংগৃহীত।
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এ কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর তরফে নেওয়া হবে কর্মী। সেই মর্মে বেসিল-এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট, পেশেন্ট কেয়ার কো-অর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৬টি। পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট পদে প্রতি মাসে বেতন হিসাবে দেওয়া হবে ১৭,৪৯৮ টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সঙ্গে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট (জিডিএ) কোর্স করা থাকা দরকার। পেশেন্ট কেয়ার কো-অর্ডিনেটর পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া দরকার। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পেশেন্ট কেয়ার কো-অর্ডিনেটরা প্রতি মাসে বেতন পাবেন ১৮,৪৬২ টাকা।
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীকে প্রথমে বেসিল-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দিতে হবে। ৬ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেসিল-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।