কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রয়েছে বিশেষ ৬ মাসের একটি সার্টিফিকেট কোর্সের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
লোককথা এবং ট্যুরিজ়ম অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট বিষয়ের উপর করানো হবে কোর্সটি। কল্যাণী বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনও বিশ্ববিদ্যালয়ে স্নাতক/ স্নাতকোত্তর পড়ছেন যাঁরা তাঁদের জন্য রয়েছে এই সুযোগ। দেড় হাজার টাকা কোর্স মূল্য। মোট আসন সংখ্যা রয়েছে ৩৫টি। প্রতি সপ্তাহে শনি এবং রবিবার ক্লাস হবে।
কী ভাবে ভর্তির জন্য আবেদন করবেন?
শিক্ষার্থীকে প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে অনলাইনে ‘ফর্ম ফিল আপ’ করতে হবে। পাশাপাশি আবেদন মূল্যও জমা করতে হবে অনলাইনে।
আবেদনপত্র জমা দেওয়া যাবে ১ থেকে ২৫ জুন সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। সপ্তাহে শনি এবং রবিবার ছাড়া। বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে ২৮ জুন। ক্লাস শুরু হবে ১ জুলাই ’২৩ থেকে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।