ছবি: সংগৃহীত।
কেন্দ্র সরকারি সংস্থায় শিক্ষানবিশ প্রয়োজন। আইআরইএল লিমিটেড-এর তরফে ওই কাজের জন্য ২৩জনকে বেছে নেওয়া হবে। তাঁদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ করতে হবে। নিযুক্তদের কর্মস্থল হবে কেরলে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে সিভিল, কম্পিউটার, কেমিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে।
ফিটার-সহ বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র রয়েছে, এমন ব্যক্তিদের ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লিখিত বিভাগে যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে।
অনলাইনে ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। প্রার্থীদের মেধার নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।