PHD

পিএইচডি করবেন ভাবছেন! কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া

২২ নভেম্বর ২০২২ থেকে ২ ডিসেম্বর ২০২২ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৮:১৩
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-তে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে থেকে পিএচডির জন্য ফর্ম ফিল-আপ করতে পারবেন। ২২ নভেম্বর ২০২২ থেকে ২ ডিসেম্বর ২০২২ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। এক নজরে জেনে নিন বিস্তারিত।

Advertisement

যোগ্যতা

শিক্ষার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে স্নাতকোত্তরে।

Advertisement

ভর্তির প্রক্রিয়া

  • আবেদনের ফর্ম ফিল-আপ হয়ে যাওয়ার পর, বিশ্ববিদ্যালয়ের সময়সূচি অনুয়ায়ী প্রার্থীদের গবেষণা প্রবেশিকা পরীক্ষা বা আরইটি দিতে হতে পারে।
  • যদি কোনও শিক্ষার্থী ইউজিসি নেট পাশ করে থাকেন, তা হলে তাঁকে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না।

http://www.kums.klyuniv.ac.in/ শিক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল-আপ করতে পারবেন।

ফর্মের মূল্য

সাধারণ শিক্ষার্থী এবং ওবিসি (এ এবং বি) শিক্ষার্থীদের জন্য ফর্মের মূল্য ৬০০ টাকা। এবং এসটি ও এসসি বিভাগের শিক্ষার্থীদের জন্য ফর্মের মূল্য ১৫০টাকা।

https://klyuniv.ac.in/# ওয়েবসাইট থেকে ইচ্ছুক শিক্ষার্থীরা বিস্তারিত জানতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement