ইগনু ছবি: সংগৃহীত
বিএড, পিএইচডি, বিএসসি (নার্সিং)-এ ভর্তির প্রবেশিকা পরীক্ষার ফর্ম প্রকাশ করল ইগনু। ২১ নভেম্বর ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি-এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২২। যে সমস্ত প্রার্থী ইগনুতে বিএড, পিএইচডি, বিএসসি(নার্সিং) করতে চান তাঁদের ২০ ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে।
এক নজরে দেখে কী ভাবে ফর্ম ফিল আপ করবেন
http://www.ignou.ac.in/ প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে ইচ্ছুক শিক্ষার্থীদের।
ওয়েবসাইটে যাওয়ার পরই, হোম পেজ থেকে বিএড, পিএইচডি, বিএসসি (নার্সিং)-প্রবেশিকা পরীক্ষা ২০২৩ এর জন্য অ্যাপ্লিকেশন ফর্মে যেতে হবে।
এর পর প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
প্রয়োজনীয় তথ্য পূরণের পর অ্যাপ্লিকেশন ফর্মের জন্য বরাদ্দ টাকা জমা দিতে হবে।
টাকা জমা দেওয়ার পর প্রার্থীদের ফর্ম ফিল আপ এর প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
পরবর্তী প্রয়োজনের জন্য ফর্মের প্রিন্ট আউট নিয়ে রাখা ভাল। বিএড, পিএইচডি, বিএসসি (নার্সিং) কোর্সের প্রবেশিকা পরীক্ষার ফর্মের মূল্য ধার্য করা হয়েছে ১০০০ টাকা।
http://www.ignou.ac.in/ এই ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে পারবেন ইচ্ছুকশিক্ষার্থীরা।