শেয়ার বাজারে পতন। প্রতীকী ছবি।
দু’দিন পেরোতে না পেরোতেই আবার ক্ষতির মুখে পড়ল শেয়ার বাজার। শুক্রবার এবং সোমবার লাভের মুখ দেখলেও মঙ্গলবারই ফের লাল তালিকায় ফিরল সেনসেক্স, নিফটি। দিনের শেষে ৬১.৩০ পয়েন্ট নেমে ১৯,০৭৯.৬০ পয়েন্টে শেষ করল নিফটি, ২৩৭.৭২ পয়েন্ট নেমে ৬৩,৮৭৪.৯৩ পয়েন্টে থামল সেনসেক্স।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির তালিকায় সপ্তাহের দ্বিতীয় দিন বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি লাভ করেছে রিয়্যালটি, কনজ়িউমার ডুরেব্লস, বেসিক মেটেরিয়ালস। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)-তে এই তালিকায় রয়েছে রিয়্যালটি, মিডিয়া, মিডক্যাপ ৫০। বিএসইতে এ দিন সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে অটো, এনার্জি, হেল্থকেয়ার। এনএসইতে ক্ষতির তালিকায় অটো, ফার্মা, সরকারি ব্যাঙ্ক।
সংস্থাগুলির তালিকায় মঙ্গলবার সেনসেক্সে লাভ করেছে টাইটান, কোটাক ব্যাঙ্ক, এইচসিএল টেক, এশিয়ান পেন্টস, পাওয়ার গ্রিড। নিফটিতে এই তালিকায় রয়েছে এসবিআই লাইফ, টাইটান, এইচডিএফসি লাইফ। সেনসেক্সে সর্বাধিক ক্ষতির মুখে পড়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, সান ফার্মা, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। নিফটিতে এই তালিকায় রয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, সান ফার্মা, ইচার মোটরস।