বড় অঙ্কের ক্ষতির মুখে সবচেয়ে মূল্যবান ১০ সংস্থার। প্রতীকী ছবি।
গত সপ্তাহে বড় ক্ষতির মুখে পড়েছে শেয়ার বাজার। শুক্রবার কিছুটা লাভের মুখ দেখলেও সোম, বুধ এবং বৃহস্পতিবার বড় ক্ষতির মুখে পড়েছে সেনসেক্স এবং নিফটি, আর মঙ্গলবার বন্ধ ছিল শেয়ার বাজার। গত সপ্তাহে ১৬১৪.৮২ পয়েন্ট বা ২.৪৬ শতাংশ নেমেছে সেনসেক্সের সূচক।
হিসাব অনুযায়ী সবচেয়ে মূল্যবান ১০ সংস্থার ক্ষতির পরিমাণ ১.৯৩ লক্ষ কোটি টাকা। ক্ষতির তালিকায় সবার উপরে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এবং এইচডিএফসি ব্যাঙ্ক। এর মধ্যে টিসিএসের ক্ষতির পরিমাণ ৫২,৫৮০.৫৭ কোটি টাকা, এইচডিএফসি ব্যাঙ্কের ৪০,৫৬২.৭১ কোটি টাকা। শেয়ার বাজারের পতনের ফলে ক্ষতির তালিকায় তৃতীয় স্থানে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড, যাদের ক্ষতির পরিমাণ ২২,৯৩৫.৬৫ কোটি টাকা। নারায়ণ মূর্তির সংস্থা ইনফোসিসের ক্ষতির পরিমাণ ১৯,৩২০.০৪ কোটি টাকা। টেলি কমিউনিকেশন সংস্থা ভারতী এয়ারটেলের ক্ষতি হয়েছে ১৭,১৬১.০১ কোটি টাকা।