Stock Market Closing

বছরের শেষ শুক্রতে বাজারের ঝোড়ো ব্যাটিং, পকেট ভরাল গাড়ি এবং ওষুধ সংস্থার স্টক

বছরের শেষ শুক্রবারে ঊর্ধ্বমুখী সেনসেক্স এবং নিফটি। এ দিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে গাড়ি এবং ওষুধ সংস্থাগুলির স্টকের দর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৩
Share:

—প্রতীকী ছবি।

বছরের শেষ শুক্রবারে বেজার খুশি লগ্নিকারীরা। বড়দিনের পর ফের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় তাঁদের পকেটে এসেছে মোটা টাকা। ২৭ ডিসেম্বর প্রায় ২৩০ পয়েন্ট চড়েছে সেনসেক্স। আর নিফটি ৫০ বেড়েছে প্রায় ৬৫ পয়েন্ট। এ বছর আর মাত্র দু’দিন লেনদেন করতে পারবেন শেয়ারে বিনিয়োগকারীরা। তার আগে সূচকের উপরের দিকে ওঠায় দুর্দান্ত মুনাফার স্বপ্ন দেখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।

Advertisement

ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন দর বেড়েছে ১,৮৬৬টি স্টকের। অন্য দিকে ১,৯৪৬টি শেয়ারের পড়ে গিয়েছে দাম। ১১৩টি স্টক দিনভর অপরিবর্তিত থেকেছে। শ্রেণি অনুযায়ী গাড়ি নির্মাণকারী, ওষুধ প্রস্তুতকারী এবং গণমাধ্যম সংস্থার স্টকের সূচক ০.৪ থেকে এক শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি হতাশ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, তেল ও গ্যাস এবং সংকর ধাতুর শেয়ার। এই ধরনের সংস্থার স্টকের লেখচিত্রে ০.৫ থেকে এক শতাংশের পতন লক্ষ্য করা গিয়েছে।

সপ্তাহের শেষ লেনদেনের দিনে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বন্ধ হয়েছে ৭৮,৬৯৯.০৭ পয়েন্টে। অর্থাৎ সেনসেক্স বেড়েছে ২২৬.৫৯ পয়েন্ট। শতাংশের নিরিখে এই বাজার উঠেছে ০.২৯। সকালে ৭৮,৬০৭.৬২ পয়েন্টে খুলেছিল সেনসেক্স। দিনের মধ্যে সর্বোচ্চ ৭৯,০৪৩.১৫ পয়েন্টে উঠে যায় এই বাজার। কিন্তু, তার পর সূচক নামতে শুরু করায় সেনসেক্স এ দিন ৮০ হাজারের গণ্ডি পেরতো পারেনি।

Advertisement

বিএসইর মতো একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসইতে। দিন শেষে এই বাজারের সূচক নিফটি ৫০ থেমেছে ২৩,৮১৩.৪০ পয়েন্টে। অর্থাৎ এই বাজারের বৃদ্ধি হয়েছে ৬৩.২০ পয়েন্ট বা ০.২৭ শতাংশ। এ দিন নিফটি খোলে ২৩,৮০১.৪০ পয়েন্টে। দিনের মধ্যে সর্বোচ্চ ২৩,৯৩৮.৮৫ পয়েন্ট ছুঁয়েছিল এই বাজারের সূচক।

বিএসইতে মাঝারি পুঁজির সংস্থাগুলির শেয়ারের দামের তেমন কোনও হেরফের হয়নি। অন্য দিকে ছোট পুঁজির সংস্থাগুলির স্টকের সূচক বেড়েছে ০.৩ শতাংশ। নিফটিতে সর্বাধিক লাভ করেছেন ডক্টর রেড্ডিস্ ল্যাবস্, এম অ্যান্ড এম, ইন্ডাসইণ্ড ব্যাঙ্ক, আইশার মোটরস্ এবং বজ়াজ ফিন্যান্সের শেয়ারে লগ্নিকারীরা। আর হিন্দালকো ইন্ডাস্ট্রিজ়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওএনজিসি, কোল ইন্ডিয়া এবং ভারত ইলেকট্রনিক্সের স্টকে সর্বাধিক লোকসান হয়েছে বলে জানা গিয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement