ছবি: সংগৃহীত।
২০২৫ সালে পূর্ণকুম্ভের মেলা বসছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ১২ বছর পরে প্রয়াগরাজে আবার পূর্ণকুম্ভ মেলার আয়োজন হতে চলেছে। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। মেলা উপলক্ষে আরাইল শহরে তৈরি হচ্ছে গম্বুজাকৃতির বিলাসবহুল হোটেল। কুম্ভমেলায় আসা পর্যটকদের উন্নত মানের আতিথেয়তার ব্যবস্থা করতে ঢেলে সাজার কাজ চলছে এই শহরটিকে। বিশাল এলাকা জুড়ে বেশ কয়েকটি গম্বুজাকৃতি হোটেল তৈরির কাজ চলছে পুরোদমে। মহাকুম্ভে পুণ্যস্নানে আসা পুণ্যার্থীদের সমস্ত রকম সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে এই হোটেলগুলি তৈরি করা হচ্ছে।
নতুন এই পরিকাঠামো গড়ে তোলার দায়িত্ব থাকা মুখ্য স্থপতি ঐশ্বর্যা চৌধরি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ভারতে প্রথম এই ধরনের ‘ডোম সিটি’ গড়ে তোলা হবে। এখানে হোটেলের মতো আধুনিক ব্যবস্থাও রাখা হবে। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে এই হোটেলগুলি তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। প্রতিটি কক্ষ বাতানুকূল হওয়ার পাশাপাশি তাতে থাকবে গরম জল ও হিটারের ব্যবস্থা। প্রতিটি ঘরে সংলগ্ন শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। ৫১ কোটি টাকা ব্যয়ে ‘ডোম সিটি’ তৈরি করা হচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
মোট ৪৪টি ‘ডোম’ তৈরি হবে বিস্তীর্ণ এলাকা জুড়ে। পর্যটকেরা এই গম্বুজগুলিতে ২৪ ঘণ্টা পরিষেবার সুযোগ পাবেন। ‘ডোম সিটি’তে মোট ১৭৬টি কটেজ থাকবে। সূত্রের খবর, স্নান উৎসবের সময় একটি কটেজের ভাড়া হবে ৮১ হাজার টাকা এবং সাধারণ দিনগুলিতে ৪১ হাজার টাকা। অন্য দিকে, স্নান উৎসবের সময় একটি গম্বুজ বা ডোমের ভাড়া এক লক্ষ এক হাজার টাকা এবং সাধারণ দিনে ৮১ হাজার টাকা হবে বলে জানা গিয়েছে। গম্বুজগুলির জন্য সমস্ত বুকিং অনলাইনে নেওয়া হবে। ইতিমধ্যেই প্রায় ৫০ শতাংশ বুকিং হয়ে গিয়েছে বলে জানান ঐশ্বর্যা।