কুলি ছবিতে অমিতাভ বচ্চন। ছবি সংগৃহীত
বুকিং না করে নির্দিষ্ট ওজনের চেয়ে বাড়তি মালপত্র বহন করলে গুণতে হবে বাড়তি জরিমানা। তাও আবার ছ’গুণ বেশি। সম্প্রতি রেলমন্ত্রকের বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে যাত্রীদের সতর্ক করা হয়েছে।
রেলের মালপত্র বহনের নির্দিষ্ট ওজন সীমা রয়েছে। সেই নিয়ম অনুযায়ী এসি প্রথম শ্রেণির যাত্রীরা ৭০ কেজি পর্যন্ত মালপত্র বিনা জরিমানায় বহন করতে পারেন। তার পর যথাক্রমে, এসি টু টিয়ারের ক্ষেত্রে ৫০ কেজি, থ্রি টিআরের স্লিপার, এসি চেয়ারকার এবং স্লিপার ক্লাসের ক্ষেত্রে ৪০ কেজি এবং সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে ২৫ কেজি মাল বহন করা যায় ট্রেনে। তবে এবার থেকে এই নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি যদি মাল বহন করা হয় তবে দিতে হবে জরিমানা।
আইআরসিটিসি-র পক্ষে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলযাত্রার সময় যাত্রীরা যদি নির্দিষ্ট পরিমাপের চেয়ে বেশি মাল বহন করে গিয়ে ধরা পড়েন তবে তাঁকে ছ’গুণ বেশি জরিমানা দিতে হবে। অর্থাৎ সাধারণ মালবহনের ক্ষেত্রে পার্সেল বিভাগে যে ভাড়া দিতে হয়, তার চেয়ে অনেক বেশি টাকা দিতে হবে যাত্রীদের। এই বিষয়টি নিয়ে সম্প্রতি রেল টুইট করে যাত্রীদের সর্তকও করেছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।