Oil Price

Oil Price: আমজনতার দুর্ভোগ বাড়িয়ে রেকর্ড তেল

প্রতি লিটার ডিজ়েল বিক্রি হচ্ছে ৯৩.২৭ টাকায়। এর আগে এই শহরে সেটির সর্বোচ্চ দর উঠেছিল গত ১৫ জুলাই, ৯৩.০২ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ০৮:৫১
Share:

প্রতীকী ছবি।

বৃহস্পতিবার কলকাতায় পেট্রলের দর নতুন রেকর্ড গড়েছিল। আজ, শুক্রবার তা আরও মাথা তুলল। সেই সঙ্গে নতুন নজির তৈরি করল ডিজ়েলও।
আজ কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে লিটার পিছু পেট্রল ও ডিজ়েল, দুই জ্বালানির দামই ৩০ পয়সা করে বেড়েছে। প্রতি লিটার ডিজ়েল বিক্রি হচ্ছে ৯৩.২৭ টাকায়। এর আগে এই শহরে সেটির সর্বোচ্চ দর উঠেছিল গত ১৫ জুলাই, ৯৩.০২ টাকা। পেট্রলের দর দাঁড়িয়েছে ১০২.৪৭ টাকা। মুম্বই ও চেন্নাই-সহ কয়েকটি জায়গায় অবশ্য বৃহস্পতিবারই আগের রেকর্ড ভেঙে নতুন নজির গড়েছিল ডিজ়েল। দিল্লিতে তা ছোঁয় আগের সর্বোচ্চ দাম।
করোনার বিধিনিষেধ কিছুটা আলগা হয়ে বিভিন্ন ক্ষেত্রের কাজকর্মে যখন গতি ফিরছে, উৎসবের মরসুমে ব্যবসা পুনরুদ্ধারের আশায় ছোট-বড় ব্যবসায়ীরা, ঠিক তখনই তেলের দর বাড়ায় পণ্য পরিবহণ এবং যাতায়াতের খরচ বৃদ্ধিতে দুর্ভোগ বাড়ছে মানুষের। বিশেষজ্ঞদের বক্তব্য, এর ফলে নতুন করে চাহিদায় ধাক্কা লাগতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement