—প্রতীকী ছবি।
আর্থিক ভাবে গ্রামীণ মহিলাদের আরও শক্তিশালী করতে কেন্দ্রের নয়া উদ্যোগ। সেই লক্ষ্যে ‘বিমা সখী যোজনা’র ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা ‘লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া’ বা এলআইসির মাধ্যমে চলবে তাঁর স্বপ্নের প্রকল্প। এর মাধ্যমে আগামী এক বছরের মধ্যে এক লক্ষ গ্রামীণ মহিলাকে তালিকাভুক্ত করবে সংশ্লিষ্ট বিমা কোম্পানি। এই মেয়েদের বিমা এজেন্ট হওয়ার সুযোগ দেবে এলআইসি। আর তাই এর পোশাকি নাম ‘বিমা সখী’ রাখা হয়েছে।
কেন্দ্রীয় আধিকারিকদের দাবি, ‘বিমা সখী যোজনা’র মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারা যাবে। প্রথমত, এই প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের মহিলাদের জন্য বিপুল কর্মসংস্থান তৈরি করবে এলআইসি। দ্বিতীয়ত, দেশের অনুন্নত ও দূরবর্তী এলাকায় বিমা পলিসি আমজনতার মধ্যে পৌঁছে দিতে পারবে এই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা। অর্থাৎ নারী ক্ষমতায়ন এবং ব্যবসা – দু’দিক থেকে লাভবান হবে এলআইসি।
‘বিমা সখী যোজনা’য় দশম শ্রেণি উত্তীর্ণদের এজেন্ট হওয়ার সুযোগ দেবে এলআইসি। ১৮ থেকে ৫০ বছর বয়সী মহিলারা এতে আবেদন করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে এক লক্ষ ‘বিমা সখী’ নিয়োগ করার পরিকল্পনা করেছে এই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা। তিন বছরের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে দু’লক্ষ করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
এলআইসি জানিয়েছে, এই প্রকল্পে অংশগ্রহণের প্রথম বছরে মাস পিছু মিলবে সাত হাজার টাকা। দ্বিতীয় বছরে এই অঙ্ক কমে দাঁড়াবে ছ’হাজার। এর পর এটি পাঁচ হাজার টাকায় নেমে আসবে তৃতীয় বছরে। ‘বিমা সখী’দের অতিরিক্ত কমিশন দেওয়া হবে। পলিসি বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে অতিরিক্ত আয় করতে পারবেন তাঁরা।
বিমা সখী হিসাবে নির্বাচিতদের নিখরচায় প্রশিক্ষণ দেবে এলআইসি। এ ব্যাপারে নিজেদের দায়বদ্ধতার কথা জানিয়েছে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা। গ্রামীণ মহিলা এজেন্টরা নিজেদের ইচ্ছামতো সময়ে পলিসি বিক্রি করতে পারবেন। সরকারি বা বেসরকারি চাকরির মতো নির্দিষ্ট সময়সীমায় মধ্যে তাঁদের কাজ সারতে হবে, এমনটা নয়।
এই প্রকল্পের আওতায় থাকা মহিলারা প্রথম তিন বছর এলআইসির বিশেষ প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা পাবেন। ‘বিমা সখী’দের মধ্যে যাঁদের স্নাতক ডিগ্রি রয়েছে তাঁরা আগামী দিনে এলআইসির ‘ডেভেলপমেন্ট অফিসার’র পদ পাওয়ার যোগ্য হবেন। এই প্রকল্পে নাম নথিভুক্তির জন্য অনলাইন আবেদনের সুযোগ রয়েছে।