cooking gas

LPG Cylinder Connection: বাড়িতে বসে রান্নার গ্যাসের সংযোগ

ইন্ডেন জানিয়েছে, ৮৪৫৪৯৫৫৫৫৫ নম্বরে ‘মিস্‌ড কল’ দিয়ে ঘরে বসেই নতুন গ্যাস সিলিন্ডারের সংযোগ মিলবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২১ ০৫:২৫
Share:

—ফাইল চিত্র।

এ মাসে বদল না-হলেও গত ডিসেম্বর থেকে গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম ধাপে ধাপে অনেকটাই বেড়েছে। কিন্তু ভর্তুকির অঙ্ক হয় স্থির বা শূন্যে নেমেছে। তবে এর মধ্যেও সহজে সেই গ্যাস সিলিন্ডারের সংযোগ দিতে একগুচ্ছ পদক্ষেপ করল ইন্ডেন। ব্যাঙ্ক বা ডাক বিভাগের বিভিন্ন পরিষেবার মতো কিছু ক্ষেত্রে ঘরে বসেই (ডোর স্টেপ) সংযোগ মিলবে।

Advertisement

ইন্ডেনের ওয়েস্ট বেঙ্গল সার্কলের সিজিএম (এলপিজি) অভিজিৎ দে-র দাবি, সিলিন্ডারের চাহিদা ১০% বেড়েছে। দূষণহীন জ্বালানির প্রতি মানুষের আস্থা বাড়ছে বলেই সেই বাজার ধরতে আগ্রহী তাঁরা। সংস্থাটি জানিয়েছে, ৮৪৫৪৯৫৫৫৫৫ নম্বরে ‘মিস্‌ড কল’ দিয়ে ঘরে বসেই নতুন সংযোগ মিলবে। অন্য রান্নার গ্যাসের সঙ্গে যুক্ত নয়, এমন নম্বর থেকেই সেই কল করতে হবে। সিঙ্গল সিলিন্ডার থেকে ডাবল সিলিন্ডারে বদলের আবেদনও করা যাবে একই ভাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement