Women Prisoners

মহিলা কয়েদিদের দেওয়া হবে শ্যাম্পু, পাবেন রোম তোলার ক্রিমও! বর্ষবরণে নতুন উপহার মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশে মহিলা কয়েদিদের প্রতি সপ্তাহে এক বার করে শ্যাম্পু দেওয়া হবে। প্রতি মাসে এক বার করে দেওয়া হবে রোম তোলার ক্রিম। নতুন বছরের প্রথম দিন থেকেই এই নিয়ম কার্যকর করছে সে রাজ্যের কারা দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:২২
Share:

মধ্যপ্রদেশের মহিলা জেলবন্দিদের জন্য শ্যাম্পু ও রোম তোলার ক্রিম দেওয়ার সিদ্ধান্ত প্রশাসনের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার থেকে মধ্যপ্রদেশের সব সংশোধনাগারে মহিলা বন্দিদের জন্য শ্যাম্পু, রোম তোলার ক্রিম দেওয়া হবে। এই সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের কারা দফতর। মধ্যপ্রদেশে মহিলা জেলবন্দিদের প্রথম এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। নতুন বছরের শুরু থেকেই এই সুবিধা পাবেন মধ্যপ্রদেশের সংশোধনাগারের মহিলা আবাসিকেরা।

Advertisement

মধ্যপ্রদেশ কারা দফতর সূত্রে খবর, মহিলা কয়েদিরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন, সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বছর থেকে প্রতি সপ্তাহে এক বার করে শ্যাম্পু পাবেন মহিলা বন্দিরা। প্রতি মাসে এক বার করে রোম তোলার ক্রিম দেওয়া হবে তাঁদের। তা ছাড়া বন্দিদের খাবারের প্রতিও আরও বেশি নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারা দফতর। নতুন বছর থেকে মহিলা কয়েদিদের খাবারের সঙ্গে স্যালাড দেওয়া হবে। কারা দফতর সূত্রে জানা গিয়েছে, দুধ, চা, ডাল এবং তেলের দৈনিক বরাদ্দেও সামান্য বৃদ্ধি করা হয়েছে।

কারা দফতর সূত্রে খবর, মাস তিনেক আগেই এই নিয়ম চালু হওয়ার কথা ছিল। ২ অক্টোবর গান্ধীজয়ন্তী থেকে মহিলা কয়েদিদের এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা ছিল মধ্যপ্রদেশ কারা দফতরের। কিন্তু বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। শেষে ১ জানুয়ারি থেকেই মহিলা বন্দিদের এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

পাশাপাশি জেলগুলিতে আবাসিকদের ভিড় কী ভাবে কমানো যায়, তা নিয়েও চিন্তাভাবনা করছে সে রাজ্যের কারা দফতর। ‘টাইম্‌স অফ ইন্ডিয়া’র এক প্রতিবেদন অনুসারে, বর্তমানে মধ্যপ্রদেশের জেলগুলিতে ৪৩ হাজার কয়েদি রয়েছেন। কিন্তু ৩৬ হাজার বন্দিকে রাখার মতো বন্দোবস্ত রয়েছে। এই অতিরিক্ত বন্দির চাপ সামাল দিতে কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজছে মধ্যপ্রদেশ সরকার।

অতিরিক্ত বন্দির সমস্যা দেশের বিভিন্ন জেলেই রয়েছে। সম্প্রতি বম্বে হাই কোর্টে একটি রিপোর্ট জমা দেন মুম্বই কেন্দ্রীয় সংশোধনাগার (সাবেক আর্থার রোড জেল) কর্তৃপক্ষ। রিপোর্ট অনুসারে, সেখানে একসঙ্গে ৫০ জন কয়েদিকে রাখার জায়গা রয়েছে জেলে। অথচ বন্দি রয়েছেন ২০০-২২০ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement