—প্রতীকী ছবি।
নতুন বছরে বেসরকারি সংস্থার কর্মীদের সুখবর শোনাল কেন্দ্র। এ বার যে কোনও ব্যাঙ্কে থেকে পেনশন তুলতে পারবেন এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন বা ইপিএফওর গ্রাহকরা। শুধু তাই নয়, পেনশনের টাকা তোলার সময়ে আলাদা করে তথ্য যাচাইয়ের নথি জমা করতে হবে না তাঁদের। এতে বিপুল সংখ্যক পেনশনভোগীরা যে অনেকটাই স্বস্তি পাবেন, তা বলাই বাহুল্য।
শুক্রবার, ৩ জানুয়ারি ইপিএফও নিয়ে বড় ঘোষণা করে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। সেখানে বলা হয়, সারা দেশেই সেন্ট্রালাইজ়ড পেনশন পেমেন্টস সিস্টেম (সিপিপিএস) চালু করা গিয়েছে। এতে ১৯৯৫ সালে তৈরি এমপ্লয়িজ় পেনশন স্কিমের আওতায় থাকা ইপিএফওর গ্রাহকেরা উপকৃত হবেন।
উল্লেখ্য, পর্যায় ক্রমে সিপিপিএস সারা দেশে চালু করেছে কেন্দ্র। গত বছরের (পড়ুন ২০২৪) অক্টোবর মাসে এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়। ফলে কার্নাল, জম্মু এবং শ্রীনগরের আঞ্চলিক দফতর থেকে ইপিএফওর পেনশন দেওয়া শুরু করে কেন্দ্র। সরকারি তথ্য অনুযায়ী, অক্টোবরেই মোট ৪৯ হাজার পেনশনভোগীর অ্যাকাউন্টে দেওয়া হয় ১১ কোটি টাকা। নভেম্বরে শেষ হয় পরবর্তী পর্যায়ের কাজ। দ্বিতীয় পর্যায়ে ২৪টি আঞ্চলিক দফতর খোলে ইপিএফও। সেখান থেকে ৯.৩ লক্ষ পেনশন প্রাপক ২১৩ কোটি টাকা পেয়েছেন বলে জানা গিয়েছে।
শ্রম মন্ত্রক আরও জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে তৃতীয় পর্যায়ের কাজ শেষ করা গিয়েছে। এর জেরে সারা দেশে ইপিএফওর আঞ্চলিক দফতরের সংখ্যা দাঁড়িয়েছে ১২২। বর্তমানে ৬৮ লক্ষ গ্রাহককে সেখান থেকে পেনশন দেওয়া হচ্ছে। ডিসেম্বরে দেওয়া পেনশনের অঙ্ক ছিল ১,৫৭০ কোটি টাকা।
চলতি বছরের (পড়ুন ২০২৫) জুনের মধ্যে ‘কাটিং এজ়’ সফ্টঅয়্যার প্রযুক্তি ব্যবহার করা শুরু করবে ইপিএফও। ২ জানুয়ারি একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুক মান্ডব্য বলেন, ‘‘খুব শিগগিরি ইপিএফওর গ্রাহকদের এটিএম কার্ড বিলি করা হবে।’’