Bangladesh Unrest

অর্থনীতিকে স্বাভাবিক করাই লক্ষ্য

সালেহউদ্দিন অর্থনীতিবিদ তথা দেশের শীর্ষ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর। সেখানকার গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৪ ০৮:৪০
Share:

উত্তপ্ত বাংলাদেশ। —ফাইল চিত্র।

সাম্প্রতিক অচলাবস্থায় বাংলাদেশের অর্থনীতি ধাক্কা খেয়েছে। সে দেশের অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বক্তব্য, দেশের আর্থিক কর্মকাণ্ডকে ঠিক পথে নিয়ে আসা এবং ব্যাঙ্কিং ব্যবস্থায় সাধারণ মানুষের আস্থা ফেরানোই এখন তাঁদের লক্ষ্য। শনিবার তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। জানিয়েছেন, দেশ কঠিন পরিস্থিতির মধ্যে। এখন প্রধান কাজ আইনশৃঙ্খলা পুনরুদ্ধার। তাঁর মতে, আইনশৃঙ্খলার অর্থ শুধু রাস্তাঘাটে বিধি-নিয়ম মানা নয়। ব্যাঙ্ক, বন্দর-সহ গোটা আর্থিক কর্মকাণ্ডকে স্বাভাবিক করা।

Advertisement

সালেহউদ্দিন অর্থনীতিবিদ তথা দেশের শীর্ষ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর। সেখানকার গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। এই অবস্থায় আপাতত তাঁর প্রধান কাজ শীর্ষ ব্যাঙ্কের কাজকর্ম স্বাভাবিক করে ব্যাঙ্কিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরানো। উপদেষ্টার কথায়, ‘‘বিভিন্ন কারণে দেশের অর্থনীতি মন্থর হয়েছে। বেশ কিছু সমস্যা আছে। বিশেষত ব্যাঙ্কিং, মূল্যবৃদ্ধি-সহ বিভিন্ন ক্ষেত্রে। আমাদের লক্ষ্য দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা। অর্থনীতি থমকে গেলে তাকে ফের চালু করা কঠিন। ফলে একে থেমে যেতে দেওয়া যাবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement