blinkit service

চোখের পলক পড়তেই হাজির হবে অ্যাম্বুল্যান্স! ১০ মিনিটেই পাওয়া যাবে ‘ব্লিঙ্কিটে’র নতুন পরিষেবা

বিভিন্ন শহরে দ্রুত এবং নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নিচ্ছে ইকমার্স সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৮:৪১
Share:

ছবি: সংগৃহীত।

দশ মিনিটে প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে পৌঁছে দেওয়ার মতো চটজলদি অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করল ব্লিঙ্কিট। আপৎকালে মাত্র দশ মিনিটেই বাড়ির দরজায় অ্যাম্বুল্যান্স পৌঁছে দেবে ‘কুইক ইকমার্স প্ল্যাটফর্ম’ ব্লিঙ্কিট। সংস্থার পক্ষ থেকে গুরুগ্রামে এই পরিষেবা চালুর কথা জানিয়েছেন আলবিন্দর ধিন্ডসার। ২ জানুয়ারি বৃহস্পতিবার সমাজমাধ্যমে সংস্থার সিইও ধিন্ডসার এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানিয়েছেন। বিভিন্ন শহরে দ্রুত এবং নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নিচ্ছে ব্লিঙ্কিট, জানিয়েছেন তিনি। প্রথমে গুরুগ্রাম থেকে এই পরিষবা চালু হলে ধীরে ধীরে তা অন্যান্য শহরে চালু করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

বৃহস্পতিবার থেকেই পাঁচটি অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়া শুরু করেছে বলে জানা গিয়েছে। ব্লিঙ্কিট অ্যাপ থেকেই অ্যাম্বুল্যান্স বুক করা যাবে। সাধারণ জীবনদায়ী সুবিধাযুক্ত অ্যাম্বুল্যান্স বুক করার একটি বিকল্প বিভাগ দেখা যাবে এই অ্যাপে। শহরগুলিতে অ্যাম্বুল্যান্সের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা হয় তা সমাধানে এই পরিষেবা ফলপ্রসূ হবে বলে আশাবাদী সংস্থার সিইও। অলবিন্দরের সংস্থা বর্তমানে ভারতের বহুল ব্যবহৃত একটি ইকমার্স সংস্থা। বর্ষবরণের রাতে এক লক্ষেরও বেশি কনডোমের প্যাকেট, দু’লক্ষের বেশি আলু ভুজিয়া, হাজার হাজার জলের বোতল এবং হজমের ওষুধ সরবরাহ করে সংবাদের শিরোনামে উঠেছিল এই সংস্থাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement