Swiggy Instamart

বাড়িতে প্রেমিকা পাঠান! বর্ষবরণের রাতে অদ্ভুত ‘অর্ডার’ পেয়ে মোক্ষম জবাব দিল ডেলিভারি সংস্থা

৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ ওই ই-কমার্স সংস্থার তরফে একটি পোস্ট করা হয়। সংস্থা জানায়, মঙ্গলবার দুপুরের মধ্যে প্রায় পাঁচ হাজার কনডোমের অর্ডার এসেছে তাদের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৬:৪২
Share:

—প্রতীকী ছবি।

বর্ষবরণের রাতে ই-কমার্স সংস্থার কাছে প্রেমিকা এনে দেওয়ার আবদার জানিয়েছিলেন এক নেটাগরিক! সংস্থার উত্তরে হেসে কুটোপাটি সমাজমাধ্যম। ওই নেটাগরিক এক্স হ্যান্ডলে প্রেমিকা ডেলিভারির আবদার জানিয়েছিলেন। সেখানেই পেয়েছেন মোক্ষম জবাব। সেই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে বিষয়টি।

Advertisement

৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ ওই ই-কমার্স সংস্থার তরফে একটি পোস্ট করা হয়। সংস্থা জানায়, মঙ্গলবার দুপুরের মধ্যে প্রায় পাঁচ হাজার কনডোমের অর্ডার এসেছে তাদের কাছে। পোস্টে লেখা ছিল, ‘‘আমাদের ডেটা টিম বলছে যে, দুপুরের মধ্যে ৪৭৭৯টি কনডোম বিক্রি হয়েছে আমাদের সংস্থার মাধ্যমে।’’ সেই পোস্টের নীচেই ‘স্যাভেজ ২.০’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এক নেটাগরিক লেখেন, ‘‘আমার ঠিকানায় এক জন প্রেমিকা পাঠিয়ে দিন দয়া করে।’’

নেটাগরিকের ওই আবেদনে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানায় সংস্থা। সংস্থার তরফে পাল্টা পোস্টে লেখা হয়, ‘‘এখানে এ সব পাওয়া যায় না। তবে আজকের জন্য বেশি রাতে অর্ডারের জন্য যে টাকা ধার্য করা থাকে, সেটা নেওয়া হচ্ছে না। পারলে একটা ললিপপ অর্ডার করে দাও।’’

Advertisement

সংস্থার ওই উত্তরের পরেই পোস্টটি নেটাগরিকদের একাংশের দৃষ্টি আকর্ষণ করে। সংস্থার জবাবে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। অনেকে অনেক মজার মন্তব্যও করেছেন পোস্টটি দেখে। এক জন লিখেছেন, ‘‘অসভ্যতা করার উচিত শিক্ষা পেয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement