Rupee

Rupee: এক সপ্তাহ দ্বিতীয় বার! ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন

আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, অভ্যন্তরীণ শেয়ার বাজারের নিস্তেজ ভাব আমেরিকান বিনিয়োগকারীকে প্রভাবিত করেছে। তার ফলে টাকার দামে আরও এক বার পতন হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ১২:৩০
Share:

চলতি সপ্তাহে সোমবার আমেরিকান ডলারের তুলনায় টাকার দাম ৫৪ পয়সা কমে হয় ৭৭.৪৪ টাকা। ফাইল ছবি

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বার আমেরিকান ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন হল। বৃহস্পতিবার বাজার খুলতেই টাকার দাম পড়ে হয় ৭৭.৫৫ টাকা।

আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, অভ্যন্তরীণ শেয়ার বাজারের নিস্তেজ ভাব আমেরিকান বিনিয়োগকারীকে প্রভাবিত করেছে। তার ফলে টাকার দামে আরও এক বার পতন হয়েছে। বাজারের শুরুতেই টাকার দাম ৩০ পয়সা কমে হয়েছে ৭৭.৫৫ টাকা।

Advertisement

বিদেশি মুদ্রা লেনদেন ব্যবসায়ীরা মনে করছেন, অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বেড়ে যাওয়া প্রভাব ফেলেছে টাকার দামে। সে কারণেই টাকার দাম পড়ছে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে সোমবার আমেরিকান ডলারের তুলনায় টাকার দাম ৫৪ পয়সা কমে হয় ৭৭.৪৪ টাকা।

Advertisement

মুদ্রাস্ফীতিতে রাশ টানতে গত সপ্তাহেই রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। চলতি সপ্তাহেই দু’বার ডলারের তুলনায় টাকার দামে পতন দেশের শীর্ষ ব্যাঙ্কের কর্তাদের কপালে ফের ভাঁজ ফেলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement