কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বা লাইব্রেরিতে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে। শূন্যপদ রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির বেতনক্রম হবে মাসে ৩৭,৪০০-৬৭,০০০ টাকা।
লাইব্রেরিয়ান পদে আবেদনকারীদের লাইব্রেরি/ ইনফরমেশন/ ডকুমেন্টেশন সায়েন্সে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এর পর কোনও বিশ্ববিদ্যালয়/ কলেজ লাইব্রেরিতে ন্যূনতম ১০ বছর কাজের বা লাইব্রেরি সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট/ অ্যাসোসিয়েট প্রফেসর পদে কাজের ১০ বছরের অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও প্রয়োজন পিএইচডি-র। একই ভাবে, যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংশ্লিষ্ট পদেই আবেদনের জন্য সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৫০০ টাকা এবং ২,০০০ টাকা জমা দিতে হবে। আগামী ২৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।