অপেক্ষার অবসান। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার সেরা ১১টি বারোয়ারি পুজোকে বেছে নিল আনন্দবাজার অনলাইন।
টালা প্রত্যয় — আনন্দবাজার অনলাইনের চোখে এই বছরের সেরা পুজোর শিরোপা জিতল ‘টালা প্রত্যয়’।
গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব — দ্বিতীয় স্থানে রয়েছে ‘গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব’
দমদম তরুণ দল — দ্বিতীয় স্থানে রয়েছে ‘দমদম তরুণ দল’
রাজডাঙা নব উদয় সংঘ — বছরভর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এই পুজো কমিটি। সেরা সামাজিক কাজের নিরিখে সেরা পুজোর শিরোপা জিতেছে ‘রাজডাঙা নব উদয় সংঘ’
চক্রবেড়িয়া সার্বজনীন — প্রতিমার গয়না, সাজ-সজ্জা, মুখ ইত্যাদির নিরিখে সেরা পুজোর তকমা পেল ‘চক্রবেড়িয়া সর্বজনীন’
বালিগঞ্জ একুশ পল্লী — ‘বালিগঞ্জ একুশ পল্লী’ সর্বজনীন দুর্গোৎসব সমিতি জিতেছে ‘কম বাজেটে নজরকাড়া’ পুজোর শিরোপা।
নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব — প্রতিমা ও মণ্ডপ তৈরির জিনিস কতটা পরিবেশ বান্ধব, তার নিরিখে সেরা পুজোর শিরোপা পেল ‘নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব ’।
দমদম পার্ক ভারত চক্র ক্লাব — বিদ্যুৎ, প্রাথমিক চিকিৎসা ও অগ্নি নিরাপত্তা অর্থাৎ মণ্ডপের সামগ্রিক নিরাপত্তার নিরিখে সেরা পুজোর শিরোপা জিতেছে ‘দমদম পার্ক ভারত চক্র ক্লাব’
ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন — এই বছর জুরির চোখে সেরা পুজো ‘ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীন’
সুরুচি সংঘ — নেটমাধ্যমে পুজোর প্রচারের নিরিখে সেরা পুজো হয়েছে ‘সুরুচি সংঘ’
হাতিবাগান নবীন পল্লী — এই বছর জনতার রায়ে সেরার সেরা পুজো ‘হাতিবাগান নবীন পল্লী’। এই পুজো সর্বাধিক ভোট পেয়েছে।