আজ মহাসপ্তমী। দুর্গাপুজোর ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছি আমরা। শহরজুড়ে শুধুই কালো মাথার ভিড়।
মহাসপ্তমীর এই মহালগ্নে কলকাতার সেরা ২০টি আবাসনের পুজো ঘুরে দেখলেন তারকারা।
সঙ্গে পুজো কমিটিগুলোর চলল মিষ্টিমুখ। নিজের হাতে ক্যাডবেরি সেলিব্রেশন দিয়ে মিষ্টিমুখ করালেন তারকারা।
মোট দু’টি দলে ভাগ হয়ে বিচারপর্ব সারলেন বিচারকেরা। দক্ষিণ কলকাতায় ছিলেন সোহিনী সরকার এবং সাহেব ভট্টাচার্য।
উত্তর কলকাতা ও সংলগ্ন এলাকাগুলি থেকে বাছাই করা সেরা ১০ আবাসনের পুজো ঘুরে দেখলেন প্রিয়ঙ্কা সরকারা ও ঋদ্ধি সেন।
বিচারপর্বের পাশাপাশি চলল ক্যাডবেরি সেলিব্রেশনের সাথে মিষ্টিমুখও। উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বাছাই করা সেরা ২০টি আবাসনের বাসিন্দারা সাক্ষী থাকল এই কাণ্ডের।
পুজো কমিটির কার্যকর্তা থেকে আবাসনের কচিকাঁচা, প্রত্যেকের হাতে তুলে দেওয়া হল ক্যাডবেরি সেলিব্রেশেনের প্যাকেট।
এক দিকে তারকাদের ঠাকুর দেখা, অন্য দিকে ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট, সব মিলিয়ে জমে উঠল চূড়ান্ত পর্বের বিচার।
বিচারপর্ব শেষ। এ বার শুধু অপেক্ষার পালা। কোন ১০টি পুজো পাচ্ছে ‘আবাসনের সিংহাসনে’র খেতাব? জানতে চোখ রাখুন আমাদের পাতায়।
আর ততক্ষণ পুজো জমে উঠুক ক্যাডবেরি সেলিব্রেশনের সঙ্গে। এই পুজোয় ভাল কিছু হয়ে যাক। মিষ্টিমুখ হয়ে যাক।