অতিমারি পরবর্তী সময়ে এই বছর আড়ম্বরের সঙ্গে দুর্গাপুজো উদযাপিত হল দেশ জুড়ে। এমনকি বিদেশেও এ বার দুর্গাপুজো হয়েছে ধুমধাম করেই। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত আপামর বাঙালি।
আর তাই পুজো শেষ হতে না হতেই আবারও দিন গোনা শুরু। বাড়িতে নতুন পঞ্জিকা বা ক্যালেন্ডার এলেই দুর্গাপুজোর তারিখ খোঁজার প্রবণতা আমাদের সকলের। তাই আগামী বছর পুজোর দিনক্ষণের খুঁটিনাটি নিয়ে হাজির আনন্দ উৎসবের এই প্রতিবেদন।
২০২৩-এ অক্টোবরের মাঝামাঝি শুরু শারদোৎসব। মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, শনিবার।
প্রায় এক সপ্তাহ পরে, ২০ অক্টোবর অর্থাৎ শুক্রবার মহাষষ্ঠী।
মহাসপ্তমী ২১ অক্টোবর, শনিবার।
ক্রমে মহাষ্টমী ২২ অক্টোবর, রবিবার।
২৩ অক্টোবর অর্থাৎ সোমবার মহানবমী।
মহাদশমী ২৪ অক্টোবর, মঙ্গলবার।
ঠিক চার দিন পরে, অর্থাৎ ২৮ অক্টোবর, কোজাগরী লক্ষ্মী পুজো।
কালীপুজো ও আলোর উৎসব দীপাবলি পড়েছে রবিবার, ১২ নভেম্বর।
মঙ্গলবার, ১৪ নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা।
বছরভরের কর্মব্যস্ততার ফাঁকেই চলে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের অপেক্ষা। সারা বছরে এই চারটে দিনই যে আনন্দ-হুল্লোড়ের জোয়ারে ভেসে যাওয়ার পালা।