জীবনদীপ কোহালি। ছবি : টুইটার থেকে নেওয়া।
এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা ও সমর্থন পেলেন সান দিয়েগোর স্নায়ুবিজ্ঞানী জীবনদীপ কোহালি। এবার ‘প্রাইড মান্থ’-এরামধনু রঙের পাগড়ি পরেন তিনি। রামধুন রঙকে এলজিবিটিকিউ আন্দোলনের প্রতীক ধরা হয়।
২ জুন জীবনদীপ কোহালি টুইট করে ঘোষণা করেছিলেন, তিনি শিখ এবং উভকামী। তাঁর সেই পোস্ট ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। রামধনু রঙের পাগড়ি পরা একটি ছবি পোস্ট করেন টুইটারে। সেখানে তিনি লেখেন এলজিবিটিকিউ-অধিকারের জন্য তাঁর আন্দোলন চালিয়ে যাবেন।
জীবনদীপ কোহালির এই টুইট এক লক্ষের বেশি মানুষ লাইক করেন, রিটুইট হয়েছে ১৫ হাজারের বেশি। এই পোস্টের সমর্থকদের তালিকায় যোগ হল আরও একটি গুরুত্বপূর্ণ নাম, বারাক ওবামা। ওবামা বরাবরই এলজিবিটিকিউ আধিকারের আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। স্নায়ুবিজ্ঞানী জীবনদীপ কোহালির সেই টুইটটি নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন ওবামা। তিনি লিখেছেন, জীবনদীপ আপনার গর্ব করার মতো অনেক কিছু রয়েছে। আপনি যা করছেন তার জন্য ধন্যবাদ।
I’m proud to be a bisexual bearded baking brain scientist. I feel fortunate to be able to express all these aspects of my identity, and will continue to work toward ensuring the same freedom for others. #PrideMonth #PrideTurban #LoveIsLove pic.twitter.com/SVhc0iwDF0
— Jiwandeep Kohli (@jiwandeepkohli) June 1, 2019
বিশ্বের জনপ্রিয় মানুষদের অন্যতম বারাক ওবামার কাছ থেকে এই প্রশংসা পেয়ে খুশি জীবনদীপও। ওবামার এই টুইট প্রায় তিন লক্ষ লাইক পেয়েছে।
You've got a lot to be proud of, Jiwandeep. Thanks for everything you do to make this country a little more equal. Turban looks great, by the way. Happy Pride Month, everybody! https://t.co/SO7mgnOkgl
— Barack Obama (@BarackObama) June 4, 2019
পয়লা জুন থেকে শুরু হয় প্রাইড মান্থ। ১৯৬৯ সালে এলজিবিটিকিউ আন্দোলনে নিউ ইয়র্কের স্টোনওয়াল দাঙ্গার স্মরণে এই ‘প্রাইড মান্থ’ উদ্যাপন করা হয়। এবারই ৫০ বছরে পড়ল সেই আন্দোলন।
আরও পড়ুন : ‘স্বচ্ছ ভারত’ শৌচালয়ে গাঁধীজির ছবি দেওয়া টাইলস
আরও পড়ুন : হেলিকপ্টারে উদ্ধার হওয়ার আগে ভয়েই প্রাণ বেরিয়ে যাচ্ছিল মহিলার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy