Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Viral

পুরুষ সঙ্গী ছাড়াই তিন সন্তানের মা হল এক কমোডো ড্রাগন!

একই খাঁচায় থাকলেও সঙ্গী হিসেবে কাডাল জায়গা করে নিতে পারেনি চার্লির মনে। কাডালের প্রতি কোনও আগ্রহই দেখায়নি সে।

কমোডো ড্রাগন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

কমোডো ড্রাগন। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ১৯:১২
Share: Save:

কমোডো ড্রাগনের শাবকগুলি মাস ছয়েক আগেই জন্ম নিয়েছিল। এতদিনে জানা গেল তাদের জন্মের পিছনে কোনও পুরুষ কমোডো ড্রাগনের ভূমিকা নেই, তাদের মা একাই জন্ম দিয়েছে। আমেরিকার চাট্টানুগা চিড়িয়াখানায় এই অদ্ভুত ঘটনা সামনে এল। বিশেষজ্ঞরা ডিএনএ পরীক্ষার পর নিশ্চিত হয়ে এ কথা জানিয়েছেন।

কমোডো ড্রাগন সাধারণত পাওয়া যায় ইন্দোনেশিয়ার ফ্লোরেস, গিলি মোটাঙ্গ, রিঙ্কা এবং কমোডো দ্বীপে। এমনই একটি কমোডো ড্রাগনকে আমেরিকায় টেনিসি-র চাট্টানুগা চিড়িয়খানায় আনা হয়। নাম রাখা হয় 'চার্লি'। চার্লির সংসারে পরে এক পুরুষ কমোডো ড্রাগন ‘কাডাল’-কে নিয়ে আসা হয়।

একই খাঁচায় থাকলেও সঙ্গী হিসেবে কাডাল জায়গা করে নিতে পারেনি চার্লির মনে। কাডালের প্রতি কোনও আগ্রহই দেখায়নি সে। এটা লক্ষ করেছিলেন চিড়িয়াখানার কর্মীরা। এরই মাঝে গত বছর সেপ্টেম্বরে তাঁরা দেখেন তিনটি বাচ্চা দিয়েছে চার্লি। তাদের নাম রাখা হয় অনিক্স, জ্যাস্পার ও ফ্লিন্ট।

আরও পড়ুন: বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড ৭ কংগ্রেস সাংসদ, ক্ষোভ অধীরের

চার্লি মা হওয়ার কারণে তাঁরা আনন্দিত হলেও কিছুটা অবাকও হন। সন্দেহ নিরসনে তাঁরা ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেন। সেই রিপোর্ট সম্প্রতি তাঁদের হাতে আসে। তারপরই জানা যায় চার্লি একাই জন্ম দিয়েছে তিন সন্তানের। এর সঙ্গে কাডালের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন: মোবাইল ফোনে চার দিন বেঁচে থাকতে পারে করোনা

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুরুষ সঙ্গীর ভূমিকা ছাড়াই এমন বংশবিস্তারকে পার্থেনোজেনেসিস বলে। সাধারণত কিছু অমেরুদণ্ডী প্রাণী ও নিম্ন শ্রেণির উদ্ভিদের মধ্যে এমনটা দেখা যায়। সেই একই পদ্ধতিতে মা হয়েছে চার্লি। জানানো হয়েছে নিঃসঙ্গ অবস্থায় কোমোডো ড্রাগনদের মধ্যে পার্থেনোজেনোসিসের ঘটনা ঘটতে পারে। তবে এমন ঘটনা খুবই বিরল। চার্লির এই কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Our Komodo Dragon hatchling DNA results are in! *Maury Voice* Kadal, you are NOT the father! In September 2019, we announced that our female Komodo Dragon, Charlie, had become a first-time mother to three hatchlings. At the time, it was unknown if they were a product of breeding with our male, Kadal, or if parthenogenesis had occurred. DNA results show that the hatchlings were, in fact, reproduced through parthenogenesis! The six-month-old brothers named Onyx, Jasper, and Flint, are growing rapidly and doing very well! Although Kadal and Charlie were placed together in hopes of breeding, our staff is very excited to witness this monumental work of nature and be part of such an important conservation program. Parthenogenesis is a type of reproduction where the female produces offspring without male fertilization. In the wild, Komodo dragons mainly live isolated and often become violent when approached, which has allowed these animals to evolve to reproduce both sexually and parthenogenetically. This Saturday, February 29 through Sunday, March 1st, the Komodo dragon hatchlings will be viewable by the public in the Forests of the World habitat building. We encourage everyone to visit us and see them up close! #chattzoo #chattanoogazoo #komododragon #komododragons #komododragonhatching #babyanimals #hatchlings #parthenogenesis #noogagram #chattanoogafun @officialmauryshow #mauryshow

A post shared by Chattanooga Zoo (@chattanoogazoo) on

অন্য বিষয়গুলি:

Komodo dragon Viral USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy