Advertisement
E-Paper

মায়ানমারে ভূমিকম্প পরবর্তী উদ্ধারের কাজ ও পরিস্থিতি। ব্রিটেন সফর সেরে কলকাতায় মমতা। আর কী কী নজরে

দু’টি জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল। ধ্বস্ত মায়ানমারে ওষুধপত্র পাঠানোর জন্য জরুরি ভিত্তিতে কাজ চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০৭:৫৭
Share
Save

মায়ানমারে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি এবং কেমন চলছে উদ্ধারকাজ

শুক্রবার পর পর দু’টি জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল। ভারতের ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৫ এবং দ্বিতীয়টির ৭। জোড়া ভূমিকম্পে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মান্দালয় শহরে একাধিক বহুতল ভেঙে পড়েছে। কম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাইল্যান্ডও। ব্যাঙ্ককের একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। দুই দেশেই বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মায়ানমারে শতাধিক মৃত্যুর খবর মিলেছে। তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে ধ্বস্ত মায়ানমারে ওষুধপত্র পাঠানোর জন্য জরুরি ভিত্তিতে কাজ চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

ব্রিটেন সফর সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা

শুক্রবার মমতার বিলেত সফরের শেষ দিন ছিল। আজ ভারতীয় সময় বেলা সাড়ে ১১টা নাগাদ দুবাই পৌঁছবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টা তাঁর কলকাতায় পৌঁছোনোর কথা। কলকাতা ফেরার আগে মমতা বলেন, ‘‘আমার দুটো লক্ষ‍্য আছে। এক, কলকাতায় অক্সফোর্ডের একটা ক‍্যাম্পাস। এবং দুই, সপ্তাহে দু’দিন কলকাতা-লন্ডন ব্রিটিশ এয়ারওয়েজ়ের সরাসরি উড়ান।’’ কলকাতা পৌঁছে তিনি আরও কিছু বলেন কি না সে দিকে নজর থাকবে আজ।

আইপিএলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে গুজরাত বনাম মুম্বই

আইপিএলে আজ ঘুরে দাঁড়ানোর ম্যাচ। মুখোমুখি গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলই প্রথম ম্যাচে হেরেছে। শুভমন গিলের গুজরাত ১১ রানে হেরেছে পঞ্জাব কিংসের কাছে। অন্য দিকে মুম্বই ৪ উইকেটে হেরেছে চেন্নাই সুপার কিংসের কাছে। আজ কারা প্রথম জয়ের মুখ দেখবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দক্ষিণে আরও বাড়বে গরম? তবে উত্তরে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম আরও বৃদ্ধি পেতে চলেছে। আগামী কয়েক দিন প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। যদিও সার্বিক ভাবে তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

১৭ বছরের পুরনো নগদকাণ্ড: সিবিআই তদন্ত শেষে রায়

২০০৮ সালের ঘটনা। পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের তৎকালীন এক বিচারপতি নির্মলজিৎ কউরের চণ্ডীগড়ের বাসভবনের গেটের সামনে কেউ নগদ ১৫ লক্ষ টাকা ফেলে রেখে গিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে তা পুলিশকে জানান। তদন্তে দাবি করা হয়, ওই টাকা হাই কোর্টের তৎকালীন অন্য এক বিচারপতি নির্মল যাদবের বাসভবনের গেটের সামনে রাখার কথা ছিল। তিনিও একই হাই কোর্টের বিচারপতি ছিলেন। নাম-বিভ্রাটের কারণে নগদ ভুল ঠিকানায় পৌঁছে যায় বলে দাবি করা হয়। পরে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। ২০০৯ সালে সিবিআই একটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল। তবে আদালত তাতে সন্তুষ্ট ছিল না। পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়। ২০১১ সালে সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসাবে দেখানো হয় তৎকালীন বিচারপতি যাদবকে (বর্তমানে অবসরপ্রাপ্ত)। আজ ওই মামলার রায় জানাবে চন্ডীগড়ের বিশেষ সিবিআই আদালত।

আইএসএলের সেমিফাইনালে কারা? বেঙ্গালুরু না মুম্বই

আইএসএলে আজ প্রথম প্লে-অফ। সেমিফাইনালে ওঠার লড়াই। মুখোমুখি বেঙ্গালুরু ও মুম্বই। যারা জিতবে সেমিফাইনালে খেলবে গোয়ার সঙ্গে। সুনীল ছেত্রীর বেঙ্গালুরু খেলবে নিজেদের মাঠে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

নিউ জ়িল্যান্ড বনাম পাকিস্তান এক দিনের ক্রিকেট সিরিজ় শুরু

আজ শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ড ও পাকিস্তানের তিন ম্যাচের এক দিনের সিরিজ়। এর আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ৪-১ ফলে জিতেছে কিউয়িরা। এক দিনের সিরিজ়ে কি পাকিস্তান লড়াই করতে পারবে? খেলা শুরু ভোর ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

লা লিগায় রিয়াল মাদ্রিদের খেলা, নামবে অ্যাটলেটিকোও

স্প্যানিশ লিগে আজ চারটি ম্যাচ। রয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা। রিয়ালের সামনে লেগানেস। খেলা রাত ১:৩০ থেকে। অ্যাটলেটিকো খেলবে এসপানিয়লের বিরুদ্ধে। খেলা রাত ৮:৪৫ থেকে। এখন পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বার্সেলোনা। তাদের ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট। এ ছাড়াও রয়েছে রিয়াল সোসাইদাদ-ভাল্লাদোলিদ (সন্ধ্যা ৬:৩০) ও আলাভেস-রায়ো ভালেকানো (রাত ১১টা) ম্যাচ।

News of the Day earthquake Mayanmar Bankok Mamata Banerjee IPL Alipore Weather Office CBI ISL 2024-25 One Day Series la liga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy