Advertisement
E-Paper

বাংলাদেশে আসছে নতুন রাজনৈতিক দল। শোভনের বিবাহবিচ্ছেদ মামলা, রত্নার আবেদনের রায়। আর কী কী

আজ বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলিত ভাবে এই রাজনৈতিক সংগঠন তৈরি করছে। নতুন দলের নাম ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে, ‘জাতীয় নাগরিক পার্টি’।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৫
Share
Save

বাংলাদেশে আসছে নতুন দল, কোন ভূমিকা নেবেন হাসিনা-বিরোধী তরুণেরা

আজ বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলিত ভাবে এই রাজনৈতিক সংগঠন তৈরি করছে। নতুন দলের নাম ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে, ‘জাতীয় নাগরিক পার্টি’। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া নাহিদ ইসলামকে দলের আহ্বায়ক করা হচ্ছে। সারজিম আলম থাকছেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে গত বছরের জুলাই মাসের আন্দোলনে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে তাঁদের। বাংলাদেশের রাজনীতিতে হাসিনা-বিরোধী তরুণ সমাজের এই নতুন দলের কী ভূমিকা থাকবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারের উপর ক্রমশ চাপ বৃদ্ধি করছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে তরুণদের নতুন দলের সম্পর্ক কেমন থাকে, সে দিকেও নজর থাকবে।

শোভনের বিবাহবিচ্ছেদ মামলায় রত্নার আবেদনের রায় হাই কোর্টে

তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ওই মামলায় নিম্ন আদালত তাঁর পক্ষে সাক্ষ্যগ্রহণের পর্যাপ্ত সময় দেয়নি এই অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ হন রত্না। গত সপ্তাহে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে ওই মামলার শুনানি শেষ হয়। রায় স্থগিত রেখেছিলেন বিচারপতি। আজ শোভন ও রত্নার মামলায় কী নির্দেশ দেয় আদালত সে দিকে নজর থাকবে।

ট্রলি-কাণ্ড: মা-মেয়েকে জেরা করে নতুন কী তথ্য পেল পুলিশ

মধ্যমগ্রামের খুনের ঘটনায় অভিযুক্ত ফাল্গুনী ঘোষ এবং তাঁর মা আরতি ঘোষকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল বারাসত আদালত। আগামী ১৩ মার্চ পর্যন্ত জেলে থাকবেন তাঁরা। দুই অভিযুক্তের হয়ে অন্তত আট জন আইনজীবী বৃহস্পতিবার জামিনের আবেদন জানিয়েছিলেন। আরতি অসুস্থ বলেও জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। যদিও সেই আবেদন খারিজ করেছে আদালত। সম্পত্তির জন্যই সুমিতা ঘোষকে তাঁরা খুন করেছিলেন কি না, তদন্তে সেটাই জানতে চাইছে পুলিশ। আজ এই খবরে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি ফিরহাদের

আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে ফিরহাদ হাকিমের। পুরসভার বাজেট অধিবেশনের পর আজকের ‘টক টু মেয়র’ কর্মসূচিতে কোন কোন বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর সমস্যার কথা শোনেন মেয়র। কর্মসূচির পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠকও করবেন তিনি। বাজেট অধিবেশন পরবর্তী বিভিন্ন পদক্ষেপের বিষয় সেখানে উঠে আসতে পারে। পাশাপাশি, শহর কলকাতার বেআইনি নির্মাণ এবং বহুতল সংক্রান্ত সমস্যার প্রসঙ্গও উঠে আসতে পারে আজকের ‘টক টু মেয়র’ পরবর্তী আলোচনায়।

দার্জিলিঙে তুষারপাতের পূর্বাভাস, দক্ষিণে চড়বে পারদ, কবে থেকে

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের চারটি জেলায়। তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির পাশাপাশি হতে পারে তুষারপাতও। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী দু’দিন তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা কম। তার পরের দু’দিনে আবার দুই থেকে তিন ডিগ্রি চড়তে পারে পারদ।

জ়েলেনস্কির আমেরিকা সফর, চাপের মুখেই কি ট্রাম্প-সাক্ষাৎ

আজ আমেরিকায় যাওয়ার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সে কথা জানিয়েছেন। ট্রাম্প-জ়েলেনস্কি বৈঠকে উঠে আসতে পারে দু’দেশের খনিজ বণ্টন চুক্তি। সম্প্রতি আমেরিকার সঙ্গে খনিজ বণ্টন চুক্তিতে রাজি হয়েছে ইউক্রেন। যদিও প্রথমে জ়েলেনস্কি প্রশাসন এই চুক্তিতে আপত্তি জানিয়েছিল। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন নীতিতে বদল দেখা দেয়। জ়েলনস্কির আপত্তিতে গুরুত্ব না-দিয়েই সৌদিতে রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ট্রাম্প প্রশাসন। এমনকি, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোয় ইউক্রেনকে যুক্ত করতেও আপত্তি জানায় তারা। এই আবহেই আজ ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন জ়েলেনস্কি।

News of the Day Bangladesh Situation Shovan Chatterjee Tangra Murder Case Talk to Mayor Darjeeling Volodymyr Zelenskyy

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}