আমেরিকা পৌঁছে গিয়েছেন মোদী, ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
ফ্রান্স সফর শেষ করে আমেরিকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক কারও অজানা নয়। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম জমানায় ২০১৯ সালের সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদী’ আয়োজিত হয়। পরের বছর, ২০২০ সালে গুজরাতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সম্প্রতি আমেরিকায় অবৈধবাসী বিতর্ক এবং ট্রাম্পের বাণিজ্য নীতি ঘিরে মোদীর আমেরিকা সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দুই রাষ্ট্রনেতার বৈঠকে কী কী বিষয় উঠে আসে, তার আগে সারা দিন কী কী হচ্ছে আমেরিকায়, সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বিধানসভায় পেশ হওয়া রাজ্য বাজেট নিয়ে বিতর্ক
বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নানা খাতে বরাদ্দ বৃদ্ধির কথা প্রস্তাব করেছেন তিনি। তাঁর বাজেট পাঠের শুরুতে বিধানসভায় বিজেপি বিধায়কেরা বিক্ষোভ দেখিয়েছিলেন। বাজেটের শেষে কক্ষ থেকে ওয়াক আউট করেন শুভেন্দু অধিকারী-সহ বাকিরা। বিধানসভার বাইরে থেকে এই বাজেটকে কটাক্ষ করেন তাঁরা। বিজেপির আচরণের নিন্দা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজও বাজেট অধিবেশন চলবে। বাজেট নিয়ে আবার উত্তপ্ত হতে পারে বিধানসভা। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।
বাংলাদেশের আইনশৃঙ্খলা এবং প্রশাসনের পরিস্থিতি
শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর থেকে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। ধানমন্ডির পর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। পরে গাজীপুরের অশান্তিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুষ্কৃতীদের পাকড়াও করতে দেশ জুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে বাংলাদেশে। হাজারের বেশি গ্রেফতারও হয়েছে। এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোয়, সে দিকে নজর থাকবে।
ট্রাম্পের বিবিধ সিদ্ধান্ত ও আন্তর্জাতিক রাজনীতি
আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের একের পর এক সিদ্ধান্ত ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। অবৈধ অভিবাসীদের ধরপাকড়, জন্মসূত্রে নাগরিকত্ব আইন এবং সর্বোপরি তাঁর বাণিজ্য নীতি ঘিরে আলোচনা শুরু হয়েছে বিশ্ব জুড়ে। ট্রাম্পের বক্তব্য, তাঁর প্রশাসনের সব নীতিতেই আগে প্রাধান্য পাবেন আমেরিকানরা। তাঁর ‘আমেরিকান ফার্স্ট’ নীতির বিষয়ে নির্বাচনের আগে থেকেই আভাস দিয়ে রেখেছিলেন ট্রাম্প। ক্ষমতা আসার পর বৈদেশিক বাণিজ্যে তাঁর শুল্কনীতিও যথেষ্ট সমালোচিত এবং আলোচিত হয়েছে কূটনৈতিক মহলে।
বাড়বে কুয়াশা, নামবে পারদ, কেমন থাকবে আবহাওয়া
রাজ্যে আবার কিছুটা কমতে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই দিনে পারদ নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি। তার পর আবার তাপমাত্রা বাড়বে। ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবে শীত। তবে আজ দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।