গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি বাংলাদেশে
বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলায় ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি রয়েছে আজ। হাসিনার সরকারের পতনের পর গত অগস্ট মাসে চট্টগ্রামের এক সমাবেশে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু হয়। ওই ঘটনায় গত সোমবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন আদালতে খারিজ হয়ে যায় চিন্ময়ের জামিনের আর্জি। এর পরেই তাঁর মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেন সংখ্যালঘুরা। তার আঁচ পড়েছে ভারতেও। আজ ওই মামলায় ফের শুনানি রয়েছে। চিন্ময় আজ জামিন পান কি না, সেই খবরে নজর থাকবে।
বিধানসভার অধিবেশন, আলোচনায় ওয়াকফ বিল
বিধানসভার শীতকালীন অধিবেশন বসবে আজও। অধিবেশনের প্রথম ভাগে প্রশ্নোত্তর পর্ব-সহ মুলতুবি প্রস্তাব আনা হবে। দ্বিতীয় ভাগে আলোচনা হবে ওয়াকফ বিলের বিরোধিতার প্রস্তাব নিয়ে। আলোচনায় অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রস্তাবে ভোটাভুটি চাওয়া হতে পারে বলেই বিধানসভার সচিবালয় সূত্রে খবর।
বৃহস্পতিতে শপথগ্রহণ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে
দেবেন্দ্র ফডণবীসই মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে কানাঘুষো থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিজেপি। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীকে ওই দায়িত্ব দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বিজেপির তরফে জানানো হয়েছে, আজ মুম্বইয়ে দলের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিক ভাবে পরিষদীয় নেতা নির্বাচন করা হবে। আজ নজর থাকবে এই খবরে।
আলু ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক, কী করবে সরকার
রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে সোমবার ত্রিপাক্ষিক বৈঠকেও মেলেনি রফাসূত্র। ভিন্রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হতে পারে, সরকারের তরফে এমন আশ্বাস না-মেলায় সোমবার রাত থেকেই ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ছিলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। যার জেরে আজ থেকে খোলাবাজারে আলুর দাম আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে ধর্মঘট জারি রেখেই আজ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। আজ নজর থাকবে এই খবরে।
রাজ্য জুড়ে ঠান্ডার আমেজ, কোথায় কতটা পারদপতন
বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সাময়িক ভাবে তাপমাত্রা বেড়ে গিয়েছিল। দক্ষিণবঙ্গে আবার নতুন করে পারদপতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের মেঘ কাটতেই শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই পারদ নামতে পারে কলকাতায়। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডা পড়বে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy