দেশে রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই বিদ্রোহী কুর্দদের সঙ্গে বোঝাপড়া করে ফেলল সিরিয়ার অন্তর্বর্তী সরকার! সোমবার সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শরা কুর্দ নিয়ন্ত্রিত সশস্ত্র সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টের কমান্ডার মাজ়লুম আবদির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চুক্তিটি রূপায়িত হতে পারে।
চুক্তি মোতাবেক, সিরিয়ার উত্তর-পূর্বের যে অংশ এত দিন বিদ্রোহী কুর্দদের হাতে ছিল, তার নিয়ন্ত্রণ নেবে অন্তর্বর্তী সরকার। বাশার আল-আসাদের আমলে উত্তর-পূর্ব সিরিয়ায় স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিল কুর্দ নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। তবে সেই দাবি থেকে অনেকটাই সরে এসেছে তারা। সিরিয়ার অন্তর্বর্তী সরকার ওই অঞ্চলে কুর্দদের ‘সাংবিধানিক অধিকার’ মেনে নেবে বলে চুক্তিপত্রে জানানো হয়েছে। কুর্দরা নিজেদের ভাষায় লেখাপড়া করার সুযোগ পাবে। রাজনৈতিক প্রক্রিয়াতেও তাদের শামিল করার আশ্বাস দেওয়া হয়েছে।
আসাদ আমলে আর্থ-সামাজিক এবং রাজনৈতিক ভাবে কোণঠাসা হয়ে পড়া কুর্দরা সিরিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। পশ্চিম এশিয়ায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)-কে রুখতে কুর্দ নিয়ন্ত্রিত সশস্ত্র সংগঠন সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টকে সাহায্য করেছিল আমেরিকা।
আইএস-এর সঙ্গে যুক্ত সন্দেহে প্রায় ৯০০০ জনকে আটক করে রেখেছিল কুর্দরা। চুক্তি অনুযায়ী ওই বন্দিদের তুলে দেওয়া হবে সরকারের হাতে। অনেকেই মনে করছেন, ওই বন্দিদের সরকারি সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হতে পারে। সে ক্ষেত্রে আসাদপন্থী সংখ্যালঘু আলাওয়াইটদের হটাতে অন্তর্বর্তী সরকার তাঁদের ব্যবহার করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গত সপ্তাহ থেকে সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘাত চলছে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগামীদের। গত ডিসেম্বরেই আসাদ সরকারকে উৎখাত করে রাজধানী দামাস্কাস দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী। ব্রিটেনে অবস্থিত সিরিয়ার পর্যবেক্ষণাগার জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এখনও পর্যন্ত সিরিয়ায় ৭৪৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এ ছাড়াও নিহতদের তালিকায় আছেন সিরিয়ায় ১২৫ জন সরকারি ও নিরাপত্তা আধিকারিক এবং আসাদের অন্তত ১৪৮ জন অনুগামী।
সোমবার সিরিয়ার অন্তর্বর্তী সরকারের তরফে জানানো হয়েছে, প্রাক্তন প্রেসিডেন্ড আসাদের সমর্থকদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। তবে গত কয়েক দিনের সংঘাতের পর আন্তর্জাতিক মহলের চাপের মুখে পড়ে সিরিয়া সরকার। এই আবহে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সমঝোতায় এসে সরকারের তরফে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা হল বলে মনে করা হচ্ছে।